স্বাধীনতার সালকে স্মরণ করে বিশেষ রঙে লঞ্চ হল Ola S1 Pro, মাত্র 1947 জন কেনার সুযোগ পাবেন

লঞ্চ হওয়ার ক'মাসের মধ্যে দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক স্কুটারে পরিণত হয়েছে Ola S1 Pro। একাধিক রঙের বিকল্পে উপলব্ধ এই...
techgup 15 Aug 2022 7:01 PM IST

লঞ্চ হওয়ার ক'মাসের মধ্যে দেশের বেস্ট সেলিং ইলেকট্রিক স্কুটারে পরিণত হয়েছে Ola S1 Pro। একাধিক রঙের বিকল্পে উপলব্ধ এই ই-স্কুটার। দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ এক নতুন রঙে এটি লঞ্চ হওয়ার কথা ঘোষণা করল ওলা। সেনা এবং পুলিশের পোশাকে আমরা সাধারণত খাকি রং দেখতে পায়। এবার সেই রঙে পাওয়া যাবে Ola S1 Pro। একে Freedom Edition বলেও অভিহিত করা হয়েছে।

ওই কালার স্কিমে স্কুটারের সারা শরীর জুড়ে গাঢ সবুজ রং রয়েছে, যেটা খাকি বলে উল্লেখ করা হয়েছে। তবে সিট বাদামী রঙের। এছাড়া গ্রাব হ্যান্ডেল এবং সামনের ফর্ক প্রোটেক্টর কালো রঙের। সংস্থা বলেছে, Ola S1 Pro Khaki-র মাত্র ১৯৪৭ ইউনিট বাজারে মিলবে। অর্থাৎ এটি লিমিটেড এডিশন মডেল৷ মনে করা হচ্ছে, যে বছর দেশের স্বাধীনতাপ্রাপ্তি, সেই ১৯৪৭ সালকে স্মরণীয় করে রাখতেই সম সংখ্যক ইউনিট তৈরি করেছে ওলা।

প্রসঙ্গত, জুনে হিমালয় অভিযানে ভারতীয় সেনার সঙ্গী হয়েছিল ওলা৷ হিমাচল প্রদেশ থেকে ইন্দো-চীন সীমান্তে পর্যন্ত ছিল সফর। সেখানে সেনাদের খাকি রঙের ওলা স্কুটারে সওয়ারি হতে দেখেছিলাম আমরা। অন্যান্য কালার অপশনের মতোই একই স্পেসিফিকেশন ও ফিচার মিলবে খাকি Ola S1 Pro বৈদ্যুতিক স্কুটারে‌। এক চার্জে ১৮০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে এটি। তবে স্বল্প গতিতে ৩০০ কিলোমিটার পার করার দাবি করেছেন একাধিক ব্যবহারকারী। টপ স্পিড ১১৫ কিমি/ঘন্টা।

হিল অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইনবিল্ট স্পিকার, নেভিগেশন, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ড্যাশবোর্ডের মতো ফিচার রয়েছে এতে। সীমিত সংস্করণ হওয়ার কারণে দাম অবশ্য বেশি। নতুন খাকি ভার্সনের মূল্য ১,৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার প্রতি মাসে ৩,৯৯৯ টাকার ইএমআই স্কিমও রয়েছে। এখন মোট ১১টি রঙে উপলব্ধ হবে এই ই-স্কুটার।

উল্লেখ্য, আজ ওলা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির আংশিক ঝলক দেখিয়েছে। যা ২০২৪ সালের মধ্যে বাজারে আসবে। রেঞ্জ হবে ৫০০ কিলোমিটারের বেশি৷ ০-১০০ কিমি গতি তুলতে ৪ সেকেন্ড লাগবে। আবার S1 মডেলটি আজ রি-লঞ্চ করেছে তারা। যার দাম ৯৯,৯৯৯ টাকা।  এটি সংস্থার বিক্রি বাড়াতে ভূমিকা নেবে বলে আশাবাদী ওলার সিইও ভাবিশ আগরওয়াল।

Show Full Article
Next Story