দেশের প্রথম সোনায় মোড়া স্কুটার এনে চমকে দিল ওলা! শোরুমে গেলেই বিনামূল্যে জেতার সুযোগ
বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার পেতে পারেন আপনি। গিভঅ্যাওয়ে করতে চলেছে Ola। কোম্পানির ইলেকট্রিক স্কুটার SONA লিমিটেড এডিশন একদম বিনামূল্যে পাওয়ার সুযোগ।
25 ডিসেম্বর 4000 তম স্টোর খুলতে চলেছে Ola। সেই উপলক্ষে S1 Pro ইলেকট্রিক স্কুটারের বিশেষ সংস্করণ বিনামূল্যে দিতে চলেছে কোম্পানি। S1 Pro স্কুটারের এই বিশেষ সংস্করণটির নাম 'SONA'। এতে থাকবে 24K সোনার প্লেটিং। যদিও কতজন এই স্কুটার বিনামূল্যে পাবেন তা জানা যায়নি। কিন্তু, কোম্পানির সিইও ভাবিস আগারওয়াল জানিয়েছেন, অনেকেই জিততে পারবেন।
Ola S1 Pro Sona সংস্করণে রেঞ্জ বা ফিচারে কোনও পরিবর্তন নেই। আলাদা শুধু ডিজাইন। ক্রিম সাদা রংয়ে মোড়া স্কুটারের বডি। নীচের অংশটি এবং সামনের মাডগার্ড রয়েছে বেইজ রংয়ের। টেলিস্কপিক সাসপেনশন, সুইংআর্ম, পিছনের মনোশক স্প্রিং এবং চাকাগুলি ব্লিঞ্জি গোল্ড রংয়ের। স্কুটারের মিরর, ব্রেক লিভার, সাইড স্ট্যান্ড, পিলিয়ন ফুটরেস্ট এবং গ্র্যাব রেলে রয়েছে 24K সোনার প্লেট।
On 25th Dec we’re opening 4000 @OlaElectric stores and enabling every Indian to join the EV revolution!To mark this moment, we’re bringing a special edition Sone ka Scooter. S1 Pro Sona, 24k gold.Visit any Ola Store on 25th and you can win the Ola S1 Pro Sona! Many to be won! pic.twitter.com/nmJrl98dQQ
— Bhavish Aggarwal (@bhash) December 21, 2024
এই Ola S1 Pro Sona ইলেকট্রিক স্কুটার কীভাবে বিনামূল্যে পাওয়া যাবে, সেই শর্ত এখনও বলেনি কোম্পানি। 25 ডিসেম্বর ওলার স্টোরে গেলে বিষয়টি সম্পর্কে আরও ভালো ভাবে জানতে পারবেন। আশা করা হচ্ছে, এই বিশেষ সংস্করণ বেশ মজবুত এবং ভালো পারফরম্যান্স দিতে পারবে। এই স্কুটারের মূল আকর্ষণ, যা সকলের নজর কাড়তে পারে তা হল 24K সোনার প্লেট।
উল্লেখ্য, S1 Pro এর দাম বাজারে 1.40 লাখ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারে রয়েছে 4 কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। ফুল চার্জে এটি রেঞ্জ দিতে পারে কোম্পানির দাবি 195 কিলোমিটার। সর্বোচ্চ গতি 120 কিমি প্রতি ঘণ্টা। স্কুটারটি ফুল চার্জ হতে সময় খরচ করে 6.5 ঘণ্টা। 750 ওয়াট শক্তির চার্জার এবং চারটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারে। যে বিশেষ সংস্করণটি আলোচনা করা হয়েছে, তাতে এই ফিচার্সগুলি পাওয়া যাবে এমনটা আশা করা হচ্ছে।
বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার পেতে পারেন আপনি। গিভঅ্যাওয়ে করতে চলেছে Ola। কোম্পানির ইলেকট্রিক স্কুটার SONA লিমিটেড এডিশন একদম বিনামূল্যে পাওয়ার সুযোগ।