Ola S1 X: বাজার কাঁপাতে হাজির ওলার নতুন স্কুটি, 190 কিমি মাইলেজ, দাম মাত্র 1.10 লাখ

এত কম দামে আগে কোনও দু'চাকার গাড়ি নির্মাতা সংস্থা এত মাইলেজের দাবি করেনি। আজ সেটা করেই চমকে দিল ওলা ইলেকট্রিক।...
SUMAN 2 Feb 2024 7:18 PM IST

এত কম দামে আগে কোনও দু'চাকার গাড়ি নির্মাতা সংস্থা এত মাইলেজের দাবি করেনি। আজ সেটা করেই চমকে দিল ওলা ইলেকট্রিক। বেঙ্গালুরুর কোম্পানিটি মাত্র 1.10 লাখেই Ola S1 X-এর নতুন 4kWh ব্যাটারি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই বৈদ্যুতিক স্কুটারটি ফুল চার্জে 190 কিমি রেঞ্জ দেবে দলে দাবি করেছে ওলা। জানিয়ে রাখি, Ola S1 X লাইনআপে এটিই সবচেয়ে শক্তিশালী ও বড় ব্যাটারি মডেল। Ola S1 X 3 kWh ভ্যারিয়েন্টের তুলনায় 20,000 টাকা দামী।

Ola S1 X ই-স্কুটারের 4 কিলোওয়াট আওয়ার মডেল লঞ্চ হল

এন্ট্রি-লেভেল S1 X 2 কিলোওয়াট আওয়ার মডেলটির মূল্য অপরিবর্তিত রয়েছে, যা 79,999 টাকা (এক্স-শোরুম)। বড় ব্যাটারি ছাড়া S1 X-এর 4 কিলোওয়াট আওয়ার মডেলের সাথে 3 কিলোওয়াট আওয়ার মডেলের কোন ফারাক নেই। এটিও 0-40 কিমি/ঘন্টার গতিবেগ 3.3 সেকেন্ডে তুলতে পারবে। আবার স্কুটারটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার।

Ola S1 X-এর ইলেকট্রিক মোটরের সর্বোচ্চ আউটপুট 8 বিএইচপি। এতে দেওয়া হয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, নরমাল ও স্পোর্টস। ওলার দাবি, S1 X 4 kWh কিলোওয়াট আওয়ার মডেলটি সম্পূর্ণ চার্জে 190 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। নতুন লঞ্চ হওয়া মডেলটি প্রসঙ্গে সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল বলেন, ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে বুঝতে পেরেছি যে তারা কম দামে হাই রেঞ্জ চান। তিনি এই মডেলে S1 X-এর দামে S1 Pro-এর রেঞ্জ মিলবে বলে জানান।

ওলা নিশ্চিত করেছে এ বছর এপ্রিল থেকে S1 X-এর 2 ও 3 kWh কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের ডেলিভারি শুরু হচ্ছে। আবার একই সাথে 4 কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের ডেলিভারিও চালু হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি। বুকিং নেওয়াও শুরু হয়েছে। বর্তমানে এদেশে আউটলেটের সংখ্যা 400 থেকে বাড়িয়ে এপ্রিলের মধ্যে 600 করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ওলা।

এদিকে, S1 Air এবং S1 Pro-এর ব্যাটারিতে 8 বছর/ 80,000 কিলোমিটার ওয়ারেন্টি অফার লঞ্চ করেছে কোম্পানি। আবার অতিরিক্ত 5,000 টাকা দিলেই এক লক্ষ কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি মিলছে। আবার 12,500 টাকায় 1.25 লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এক্সটেন্ড করার অপশন রয়েছে।

Show Full Article
Next Story