Ola S1 X: ওলার ইলেকট্রিক স্কুটার একলাফে বিপুল সস্তা হল, এখন দাম মাত্র 69,999 টাকা

15 এপ্রিল একগুচ্ছ ঘোষণা নিয়ে হাজির হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) কর্ণধার ভাবিশ আগরওয়াল। এরপর থেকে Ola S1 X -এর দাম কমে…

15 এপ্রিল একগুচ্ছ ঘোষণা নিয়ে হাজির হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) কর্ণধার ভাবিশ আগরওয়াল। এরপর থেকে Ola S1 X -এর দাম কমে যাওয়ার জল্পনা আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে ওঠে। শোনা যাচ্ছিল, 15 এপ্রিল অর্থাৎ আজ কোম্পানির তরফে দাম কমানোর ঘোষণা আসতে চলেছে। সেই জল্পনা সত্যি করল ওলা। S1 X এখন 79,999 টাকার পরিবর্তে 69,999 টাকার এক্স-শোরুম মূল্যে কেনা যাবে। অনেকেই বাংলা নববর্ষ উপলক্ষ্যে এটি ওলার তরফে ক্রেতাদের দেওয়া উপহার হিসেবে দেখছেন।

S1 X স্কুটারের দাম কমালো Ola Electric

বর্তমানে Ola S1 X তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। প্রতিটির মূল্য 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সাথে কোম্পানি জানিয়েছে, বর্তমানে তাদের এই স্কুটারের বুকিং চালু রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডেলিভারি শুরু করবে ওলা।

মূল্য হ্রাসের ফলে আরও বেশি সংখ্যক ক্রেতা এই Ola S1 X-এর প্রতি আকৃষ্ট হবেন বলে মনে করছে সংস্থা। এতে ভারতে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার বাড়বে। বর্তমানে S1 X-এর তিনটি ভ্যারিয়েন্ট হচ্ছে 2 কিলোওয়াট আওয়ার, 3 কিলোওয়াট আওয়ার এবং টপ-এন্ড 4 কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেল। দাম কমার ফলে বর্তমানে এটি কিনতে খরচ পড়বে যথাক্রমে 69,999 টাকা, 84,999 টাকা ও 99,999 টাকা (এক্স-শোরুম)।

আগের এই মডেলগুলির দাম ছিল যথাক্রমে 79,999 টাকা, 89,999 টাকা ও 1,09,999 টাকা। প্রসঙ্গত, S1 রেঞ্জের মধ্যে সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার হচ্ছে Ola S1 X। সংস্থার লাইনআপে অন্যান্য মডেলগুলি হচ্ছে – S1 Pro, S1 Air ও S1X+। অন্যদিকে, ওলা বর্তমানে চারটি ভিন্ন ইলেকট্রিক মোটরসাইকেলের উপর কাজ করছে। ইতিমধ্যেই এগুলির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করেছিল সংস্থা। পাশাপাশি একটি ইলেকট্রিক গাড়ি তৈরিতে হাত লাগিয়েছে ওলা।