Ola S1 X+ স্কুটারের ডেলিভারি শুরু, 150 কিমি মাইলেজ, ছাড় 20,000 টাকা, অফার ফসকালে লস
গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন S1 X+ নামে একটি সাশ্রয়ী মূল্যের ই-স্কুটার লঞ্চ করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)।...গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন S1 X+ নামে একটি সাশ্রয়ী মূল্যের ই-স্কুটার লঞ্চ করেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। ভারতে ১.১০ লাখ টাকা (এক্স-শোরুম) দাম ধার্য করা হয়েছিল। নতুন বছরের আগেই এবার সেটির ডেলিভারি চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এটি সংস্থার সবচেয়ে সস্তা বৈদ্যুতিক স্কুটার S1 X-এর সবকেয়ে শক্তিশালী ভার্সন। জানিয়ে রাখি ইয়ার-ইন্ড অফার উপলক্ষ্যে S1 X+ এর উপর ২০,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে দাম কমে হয়েছে ৮৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এই অফার কেবলমাত্র ডিসেম্বর মাসের জন্যই বৈধ।
S1 X+ এর ডেলিভারি চালু করল Ola
নতুন Ola S1 X+ সংস্থার Gen2 প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ফলে চ্যাসিস আগের চাইতে আরও বেশি উন্নত এবং হালকা। হ্যান্ডলিং হয়েছে আরও বেশি আরামদায়ক ও সহজ। নতুন ব্যাটারি প্যাকটিও আগের তুলনায় উচ্চ তাপমাত্রায় বেশি সুরক্ষা প্রদান করবে বলে দাবি ওলার।
পারফরম্যান্সের কথা বললে, Ola S1 X+ এ উপস্থিত একটি ৬ কিলোওয়াট (৮ বিএইচপি) ইলেকট্রিক মোটর। ৯০ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম। ৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক থেকে ফুল চার্জে ১৫১ কিলোমিটার রেঞ্জ মেলে।
উল্লেখ্য, ডিসেম্বর মাস জুড়ে ওলার ইলেকট্রিক স্কুটার কিনলে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় বেনিফিট। যেমন সমস্ত সেকেন্ড জেনারেশন মডেলের ক্ষেত্রে এক্সটেন্ডেড ওয়ারেন্টিতে ৫০% ডিসকাউন্ট। এছাড়া রেফারেলের মাধ্যমে বিদ্যমান গ্রাহকরা নতুন ক্রেতা আনতে পারলেই সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।
Ola S1 X-এর মূল্য ৮৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু, এবং Gen 2 S1 Pro-এর দাম ১.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। S1 X-এর দুই ও তিন কিলোওয়াট ভ্যারিয়েন্ট দুটির বর্তমান বাজার মূল্য ৮৯,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এগুলি ৯৯৯ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে।