ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ সেল গতকালই প্লাস মেম্বারদের জন্য শুরু হয়ে গিয়েছে। আর আজ রাত ১২টার পরেই সাধারণ ক্রেতারা সেলের অ্যাক্সেস পাবেন। স্মার্টফোন থেকে জামাকাপড়ে বিপুল ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ইলেকট্রিক স্কুটারের নাম। Ola Electric-এর ব্যাটারি স্কুটার বিপুল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেখানে।
ফ্লিপকার্টে Ola S1 X ইলেকট্রিক স্কুটারের এন্ট্রি লেভেল 2 kWh ব্যাটারি ভ্যারিয়েন্ট ৬৭,৯৯৯ টাকায় লিস্টেড রয়েছে। যেখানে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে অরিজিনাল দাম ৭৪,৯৯৯ টাকা। অর্থাৎ ৭,০০০ টাকা ডিসকাউন্টে এই ই-স্কুটি বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট।
আবার Ola S1 X মডেলের মিড-লেভেল 3 kWh ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৭৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে অফিশিয়াল দাম ৮৭,৯৯৯ টাকা। অর্থাৎ ১১,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি। সবশেষে, টপ-অফ-দ্য লাইন S1 X 4 KWh মডেলটি ফ্লিপকার্টে ৯৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যা অফিশিয়াল প্রাইসের থেকে ৬,০০০ টাকা কম। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ছাড়। মনে রাখবেন, এগুলির প্রতিটি এক্স-শোরুম প্রাইস।
জানিয়ে রাখি, Ola S1 X (2 kWh) ভ্যারিয়েন্টের রেঞ্জ ৯৫ কিলোমিটার এবং টপ স্পিড ৮৫ কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ হতে ৫ ঘন্টা সময় নেয়। 3 kWh মডেলটির রেঞ্জ ১৫১ কিলোমিটার ও টপ স্পিড প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। এটির চার্জিং টাইম ৭.৪ ঘন্টা। অন্যদিকে, টপ অফ দ্য লাইন Ola S1 X 4 kWh থেকে ১৯৩ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।