Ola S1X: 15 আগস্ট বিশাল চমক, অ্যাক্টিভার দাদাগিরি থামাতে সস্তায় দুর্ধর্ষ স্কুটার লঞ্চ করবে ওলা

কেন্দ্র ফেম-২ সাবসিডি কমানোর পর থেকে প্রায় সকল ইলেকট্রিক স্কুটারের দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রিতে যার প্রত্যক্ষ প্রভাব...
SUMAN 7 Aug 2023 1:48 PM IST

কেন্দ্র ফেম-২ সাবসিডি কমানোর পর থেকে প্রায় সকল ইলেকট্রিক স্কুটারের দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রিতে যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। তাই ছোট বড় সকল সংস্থায়ী সস্তার মডেল ক্রেতাদের হাতে তুলে দিতে অদম্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর ক্ষেত্রেও যা অন্যথা নয়। সম্প্রতি তারা এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার S1 Air লঞ্চ করেছে। যার প্রারম্ভিক মূল্য ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এতেই থামতে নারাজ ওলা। এবারে তার থেকেও সস্তায় ব্যাটারিচালিত স্কুটি লঞ্চ করে বাজার তুলকালাম করতে চলেছে তারা। আপকামিং মডেলটির দাম Ola S1X। Activa, Jupiter দের মতো টপ সেলিং পেট্রোল স্কুটারকে টেক্কা দিতে ওলা এক লাখের মধ্যেই রাখবে বলে জানা গিয়েছে। আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হবে এটি।

Ola S1X ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে 15 আগস্ট

বর্তমানে বাজারে উপলব্ধ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার হিসেবে আত্মপ্রকাশ করেছে Ola S1 Air। এই সুনাম S1X-এর প্রতি অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করতে সহায়তা করবে। বর্তমানে দেশের বৃহত্তম ইভি টু-হুইলার নির্মাতা ওলা জুলাইয়ে প্রায় ১৯,০০০টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে শীর্ষস্থান ধরে রেখেছে।

ওলা এখনও পর্যন্ত তাদের আসন্ন নতুন S1X ই-স্কুটারের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কেবল বলা হয়েছে এটি ‘আইসিই যুগের’ অবসান ঘটাবে। বর্তমানে ভারতের বাজারে উপলব্ধ ১২৫ সিসি পেট্রোল স্কুটারগুলির দাম ১ লক্ষ টাকার কাছাকাছি। সে ক্ষেত্রে Ola S1X এর আগমনে প্রতিযোগিতা জমে উঠতে চলেছে। প্রেজেন্টেশন থেকে লিক হওয়া ছবি দেখে মনে করা হচ্ছে, দাম কম থাকা সত্ত্বেও ডিজাইন বেশ ভালই হবে।

Ola S1X Electric Scooter

এখন Ola S1X-এর রেঞ্জ কত হবে সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ। S1 Air-এর পরীক্ষিত রেঞ্জ যেখানে ১২৫ কিলোমিটার, সেদিক বিচার করে বলা যায়, নতুন মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। যেখানে ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যের টপ-এন্ড মডেল Ola S1 Pro ১৮১ কিলোমিটার রেঞ্জ প্রদানে সক্ষম।

Show Full Article
Next Story