Ola-র দাদাগিরি অব্যাহত, ইলেকট্রিক স্কুটার বিক্রিতে সবাইকে পিছনে ফেলে নজির

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে ঘটে গেল বড়সড় রদবদল। অক্টোবরে ই-স্কুটার বিক্রির নিরিখে প্রথম পাঁচটি সংস্থার মধ্যে...
SUMAN 3 Nov 2022 12:32 PM IST

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে ঘটে গেল বড়সড় রদবদল। অক্টোবরে ই-স্কুটার বিক্রির নিরিখে প্রথম পাঁচটি সংস্থার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তারই ফলস্বরূপ এই অঘটন। এদিকে গত মাসে ৭৫,০০০-এর বেশি ভারতীয় ব্যাটারি চালিত টু-হুইলার বাড়ি নিয়ে এসেছেন। বস্তুত আগের বছরের ওই সময়ের তুলনায় বিক্রিতে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি ঘটেছে। আবার এ বছর অক্টোবরের বিক্রি সেপ্টেম্বরকেও পিছনে ফেলেছে। গত মাসে ভারতে ইলেকট্রিক স্কুটার বিক্রিতে কোন সংস্থার স্থান কোথায়, আসুন দেখে নেওয়া যাক।

Ola Electric

গত মাসে সবচেয়ে বেশি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে তালিকার শীর্ষস্থান দখল করেছে ওলা ইলেকট্রিক। অক্টোবরে সংস্থাটি তাদের S1 ও S1 Pro মিলিয়ে মোট ২০,০০০ ইউনিট ই-স্কুটার বেচেছে। ২০২১-এ আগস্টে লঞ্চের পর থেকে যা সংস্থার কাছে রেকর্ড। যদিও বাহন পোর্টাল অনুযায়ী ওলার স্কুটার নথিভুক্ত হয়েছে ১৫,০৬৫টি।

Okinawa Autotech

সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক টু-হুইলারের তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে রাজস্থানের ওকিনাওয়া অটোটেক। গত মাসে সংস্থাটি মোট ১৭,৫৩১টি ব্যাটারি চালিত স্কুটার বিক্রি করেছে। এই প্রসঙ্গে সংস্থার এমডি এবং প্রতিষ্ঠাতা জিতেন্দর শর্মা বলেন, “অতিমারির পর গ্রাহকদের আবেগে উন্নতি ঘটেছে। এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের বিক্রি আগামী মাসে এভাবেই বজায় রাখতে পারব।”

Ampere

অ্যাম্পিয়ার তালিকার তৃতীয় স্থান দখল করেছে। গত মাসে গ্রীভস কটনের অধীনস্থ সংস্থাটি মোট ৯,১৭৩টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে। যার ফলে তালিকার তিন নম্বরে স্থান পেয়েছে এরা। বর্তমানে উচ্চ থেকে ধীর গতির একাধিক মডেল রয়েছে সংস্থার ঝুলিতে।

Hero Electric

হিরো ইলেকট্রিক এক সময় শীর্ষস্থানে থাকলেও অক্টোবরে ই-স্কুটার বিক্রির নিরিখে চতুর্থ স্থান দখল করেছে। গত মাসে সংস্থার টু-হুইলার বেচাকেনার পরিমাণ ছিল ৮,৩৪৮ ইউনিট। সেপ্টেম্বরের চাইতে যা সামান্য বেশি। সেপ্টেম্বরে তাদের মোট ৮,০১৮টি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছিল।

Ather Energy

এথার এনার্জি তালিকার চতুর্থ স্থান আদায় করে নিয়েছে। অক্টোবরে এদের মোট টু হুইলার বেচাকেনার সংখ্যা ছিল ৮,২১৩। ফলে আগের বছর ওই সময়ের চাইতে ১২২% বিক্রিতে উত্থান ঘটতে দেখা গিয়েছে। আবার এবছর দীপাবলিতে সংস্থাটি তাদের 450X স্কুটারের ২৫০ ইউনিট একদিনে ডেলিভারি দিয়ে রেকর্ড গড়েছে।

Show Full Article
Next Story