Ola মধ্যবিত্তের জন্য ইলেকট্রিক বাইক ও সস্তা বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে, লঞ্চ কবে জানুন
বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। তাদের...বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। তাদের ঝুলিতে বর্তমানে তিনটি স্কুটারের মডেল উপস্থিত – Ola S1, S1 Pro ও S1 Air। চলতি বছরের শেষলগ্নে এসে সংস্থাটির কর্ণধার ভাবিশ আগরওয়াল ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন। আগামী ক'বছরে গ্রাহকদের স্বাদ অনুযায়ী নানা প্রাইস রেঞ্জে হাফ ডজন নতুন ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসার পরিকল্পনার কথা জানালেন। জানা গিয়েছে, ওই ছয়টি বৈদ্যুতিক যানবাহন তৈরিতে ইতিমধ্যেই হাত লাগিয়েছে ওলা ইলেকট্রিক।
এবছর দিওয়ালির সময় S1 Air লঞ্চ করলেও এখনও পর্যন্ত এর উৎপাদন শুরু হয়নি। তবে খুব শীঘ্রই এ পথে এগোনোর কথা জানিয়েছে ওলা। সব ঠিকঠাক চললে ২০২৩-এর এপ্রিল থেকে এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আরম্ভ করবে সংস্থা। আবার আগামী বছরেই আরও একটি সস্তা ই-স্কুটার লঞ্চের কথা ভাবছে তারা।
২০২৪-এ ওলা একটি প্রিমিয়াম ও মধ্যবিত্ত মানুষের জন্য মোটরসাইকেল লঞ্চ করবে। আবার তার পরের বছর অর্থাৎ ২০২৫-এ সংস্থাটি একটি ইলেকট্রিক প্রিমিয়াম কার এবং একটি প্রিমিয়াম এসইউভি লঞ্চের পরিকল্পনা করছে। যদিও তারা জানিয়েছে, ২০২৪-এই গাড়ি লঞ্চের লক্ষ্যে এগোচ্ছে তাদের সংস্থা।
আবার ২০২৬-এ সর্বসাধারণের জন্য একটি ব্যাটারি পরিচালিত গাড়ি আনবে ওলা। এদিকে সম্প্রতি ওলা তাদের নতুন সফ্টওয়্যার MoveOS 3 ছাড়া শুরু করেছে। এর ফলে স্কুটারগুলি হাইপারচার্জারে মাত্র ১৫ মিনিটের চার্জে ৫০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করবে। এছাড়া অ্যাক্টিভ রিজেন, রিজেনারেটিভ ব্রেকিং, এবং স্টপ অ্যান্ড গো ট্রাফিক ফিচারগুলি সক্রিয় হয়েছে। নয়া ভ্যাকেশন মোড স্কুটার না চালালেও ব্যাটারির চার্জ ২০০ দিন পর্যন্ত অবশিষ্ট থাকবে। আবার হিলহোল্ড ফাংশন ঢালু রাস্তায় স্কুটারকে পেছনের দিকে গড়িয়ে পড়া থেকে আটকাবে।
নতুন বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে একটি মডেলে মাল্টিপল প্রোফাইল অ্যাড করার সুবিধা, প্রক্সিমিটি লক-আনলক – যার ফলে স্মার্টফোনের মাধ্যমে স্কুটার লক আনলক করা যাবে। সর্বোপরি ওলা এস১ ও এস১ প্রো-তে নতুন আপডেট হিসেবে যোগ হয়েছে ওয়াই-ফাই কানেক্টিভিটি। আবার ব্যবহারকারী তাঁর পছন্দমত ডিজিটাল কনসোলের থিম বোল্ট, ভিন্টেজ এবং এক্লিপ্স মোডে পরিবর্তিত করতে পারবেন। স্কুটারে গান বাজালে পার্টি মোডে তালে তালে জমকালো আলোর ছটা নজর কাড়বে।