পুজোর আগে সুখবর, Ola S1-এর ডেলিভারি শুরু হচ্ছে আগামীকাল

পুজোর আগেই ডেলিভারি শুরুর লক্ষ্যে এগোচ্ছিল। সেই মতো এবার লক্ষ্য পূরণের দিনক্ষণ ঘোষণা করতে পেরে বেজায় খুশি ওলা ইলেকট্রিক...
SUMAN 6 Sept 2022 8:48 PM IST

পুজোর আগেই ডেলিভারি শুরুর লক্ষ্যে এগোচ্ছিল। সেই মতো এবার লক্ষ্য পূরণের দিনক্ষণ ঘোষণা করতে পেরে বেজায় খুশি ওলা ইলেকট্রিক (Ola Electric)। আগামীকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকেই S1 ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি শুরু হবে বলে জানালো তারা। ভারতে ৯৯,৯৯৯ টাকার (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে হাজির হয়েছে। তাই ভবিষ্যতে এর দাম বাড়তে‌ পারে। এটি সংস্থার S1 Pro-এর কমদামী ভার্সন হিসেবে আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ স্কুটার বুকিংয়ের জন্য পারচেস উইন্ডো খুলেছিল ওলা। প্রথম দিনেই ১০,০০০ S1 বিক্রি হয়েছে বলে ঘটা করে টুইট মারফত জানিয়েছিলেন সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)। আবার ইতিমধ্যেই S1 Pro মডেলটির বিক্রি ৭০,০০০ ইউনিট ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করেছে। এখন ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যাটারি এবং ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে তারা। ২০২৫-এর মধ্যে ওলা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি বাজারে আনার ঘোষণা করেছে।

এদিকে ব্যাটারি সেল নির্মাণের একটি নতুন গিগাফ্যাক্টরি তৈরির পরিকল্পনা করছে ওলা। তারা ইজরায়েলের ফাস্ট চার্জার নির্মাণকারী স্টোরডট (StoreDot)-এর সাথে গাঁটছড়া বেঁধেছে। যাতে আগামী দিনে ওলার তাদের ব্যাটারিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি সহায়ক করতে পারে। সংস্থার লক্ষ্য, এমন ব্যাটারি তৈরি করা, যেগুলি ৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যায়। সম্প্রতি ওলা তাদের চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য সমগ্র দেশে হাইপারচার্জার বসানোতে মননিবেশ করেছে। দিওয়ালির মধ্যে দেশের ৫০টি শহরে ১০০-র বেশি হাইপারচার্জার বসানো হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, S1 একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং তিনটি রাইডিং মোড সহ হাজির হয়েছে – ইকো, নরমাল এবং স্পোর্টস। প্রতিটি মোডে রেঞ্জ ভিন্ন। যেমন ইকো মোডে সম্পূর্ণ চার্জে ১২৮ কিমি রেঞ্জ মিলবে। নর্মাল এবং স্পোর্টস মোডে রেঞ্জ যথাক্রমে ১০১ ও ৯০ কিমি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯৫ কিমি। দৃশ্যত S1 Pro-এর ন্যায় হলেও, ব্যাজিং সহ কিছু ফিচারের পার্থক্য রয়েছে S1-এ। নিও মিন্ট, জেট ব্ল্যাক, পোর্সালিন হোয়াইট, লিকুইড সিলভার এবং কোরাল গ্ল্যাম – এই পাঁচটি রঙে এসেছে স্কুটারটি।

Ola S1 সংস্থার আপডেটেড সফটওয়্যার MoveOS 2.0 সহ লঞ্চ হয়েছে। ফিচারের তালিকায় রয়েছে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন, ক্রুজ কন্ট্রোল এবং হাইপার মোড। অন্যদিকে, Ola S1 Pro-তে রয়েছে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যার বাস্তবিক রেঞ্জ ১৭০ কিমি। চার্জিং টাইম ৬.৩০ ঘন্টা। যেখানে S1-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা সময় নেয়। S1 Pro ঘন্টায় সর্বোচ্চ ১১৬ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।

Show Full Article
Next Story