Omega Seiki Mobility: 15 মিনিটে ফুল চার্জ হবে গাড়ি! বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল এই সংস্থা

পরিবেশ দূষণ মাথা চাড়া দেওয়ার পর থেকে বিশ্বের সর্বত্র ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। প্রায় সকল সেগমেন্টে...
SUMAN 13 April 2024 2:14 PM IST

পরিবেশ দূষণ মাথা চাড়া দেওয়ার পর থেকে বিশ্বের সর্বত্র ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। প্রায় সকল সেগমেন্টে পদার্পণ করছে ব্যাটারি চালিত মডেলগুলি। থ্রি হুইলারে বহুদিন আগেই ব্যাটারি প্রযুক্তির প্রয়োগ ঘটেছে। এবারে আরও এক নতুন মডেল লঞ্চ করল ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility বা )। যার নাম – OSM Stream City Qik। এটি Exponent Energy-র সাথে যৌথভাবে তৈরি করেছে ওমেগা। দাম 3.25 লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এতে দেওয়া হয়েছে একগুচ্ছ বলিষ্ঠ ফিচার্স।

চার্জিংয়ের সক্ষমতা

সংস্থার দাবি, তাদের এই ইলেকট্রিক অটো মাত্র 15 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। সে কারণে, এটি বিশ্বের মধ্যে দ্রুততম চার্জিং প্যাসেঞ্জার ইলেকট্রিক থ্রি হুইলার। এই বিশেষ বৈশিষ্ট্য চালকের রোজগারে প্রভাব ফেলবে বলেই জানিয়েছে সংস্থা। কারণ যত কম সময়ে চার্জ হয়ে যাবে, বাকি সময়ে ব্যবহারকারী ভাড়া খাটাতে পারবেন। যা প্রতিদিন 30% উপার্জন বাড়াতে সহায়তা করবে।

ব্যাটারি ও রেঞ্জ

শক্তির উৎস হিসেবে Stream City Qik-এ দেওয়া হয়েছে বিশ্বমানের 8.8 কিলোওয়াট আওয়ার ব্যাটারি সেটআপ। সম্পূর্ণ চার্জে এটি 126 কিলোমিটার পথ ছুটতে পারবে বলে জানিয়েছে ওমেগা। ক্রেতাদের ভরসা অর্জন করতে এতে 2,00,000 কিলোমিটার অথবা 5 বছরের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি।

OSM Stream City Qik-এর প্রসঙ্গে ওমেগা প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, “OSM Stream City Qik কেবলমাত্র একটি ভেহিকেল নয়, উপার্জন বাড়ানোর অন্যতম উপায়। 15 মিনিটের র‍্যাপিড চার্জিং চালকের সময় বাঁচাবে। এতেই রোজগার বাড়বে।”

Show Full Article
Next Story