Samsung-এর দেশের সংস্থার সাথে হাত মিলিয়ে Omega Seiki ভারতে উচ্চগতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে
ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বা ওএসএম ইলেকট্রিক থ্রি ও ফোর হুইলারের পর এবার ভারতের দু'চাকা বৈদ্যুতিক...ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বা ওএসএম ইলেকট্রিক থ্রি ও ফোর হুইলারের পর এবার ভারতের দু'চাকা বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করতে চলেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য সংস্থার লক্ষ্মীলাভ প্রত্যক্ষ করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সংস্থা। দক্ষিণ কোরিয়ার ইকোকার (Ecocar)-এর সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ভারতের বাজারে ওমেগা তাদের উচ্চগতির ইলেকট্রিক স্কুটার বিক্রি করবে। যেগুলি সংস্থার পুণে এবং ফরিদাবাদের কারখানায় তৈরি হবে। যৌথ সংস্থায় উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ৫০ শতাংশ করে।
ওমেগার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন যন্ত্রাংশ নব সেবা বন্দরে এসে পৌঁছেছে। যেগুলি দিয়ে পুণে এবং ফরিদাবাদের কারখানায় ইলেকট্রিক স্কুটার তৈরির কাজে শীঘ্রই হাত দেবে ওএসএম। বিশ্ববাজারের স্ট্যান্ডার্ড অনুসরণ করে উচ্চগতির স্কুটার বাজারে আনবে তারা। স্কুটারগুলি আমেরিকা, ইউরোপ, আসিয়ান এবং জিসিসি গোষ্ঠীভুক্ত দেশগুলির বাজারে লক্ষ্য রেখে স্কুটারটি নির্মাণ করা হবে।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে মাসে ১৫,০০০ ইউনিট টু-হুইলার তৈরি করা হলেও পরবর্তীতে সেটি বাড়িয়ে ৩০,০০০ করা হবে। স্কুটারটির প্রোটোটাইপ মডেলটি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ওমেগা। এখন শুধু দক্ষিণ কোরিয়ায় অনুমোদন পাওয়ার অপেক্ষা। এর দাম ২ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। জিসিসি, আসিয়ান ও এবং আফ্রিকা এবং আরবে সংস্থাটি তাদের মোট ৫০টি ডিলারশিপ খোলার পরিকল্পনা করছে।
প্রাথমিক পর্যায়ে ওমেগা তাদের পুণের কারখানায় ১৫ মিলিয়ন কোটি ডলার বা প্রায় ১২২.৭৮ কোটি টাকা এবং হরিয়ানার কারখানায় ২০-২৫ মিলিয়ন ডলার বা প্রায় ২০৪.৬৬ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। আবার মোপিডো (Mopido) ব্র্যান্ডের আওতায় সংস্থাটি ভারতের গ্রামাঞ্চলে ইলেকট্রিক টু-হুইলার লঞ্চের জন্য কোমর বেঁধেছে। ধীর থেকে উচ্চগতির মডেলগুলি ৬০,০০০-৮০,০০০ টাকার মধ্যে আনা হবে।
প্রসঙ্গত, বর্তমানে এদেশে ওএসএম-এর ১২৭টি ডিলার আছে, এবং চলতি অর্থবর্ষের মধ্যে আরও নতুন ১০০টি খোলার পরিকল্পনা করছে। মঙ্গলবার পণ্য সরবরাহকারী সংস্থা পোর্টারের সাথে যৌথভাবে পাঁচ হাজার ইলেকট্রিক থ্রি হুইলার কার্গো ভেহিকেল মোতায়েন করার কথা ঘোষণা করেছে ওমেগা। ২০২৩-এর মধ্যেই সেগুলি রাস্তায় নামানো হবে