ভারতে বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ তৈরিতে 800 কোটি টাকা লগ্নি করবে Omega Seiki Mobility

বৈদ্যুতিক গাড়ির শিল্পে যে নবজাগরণের পর্ব ইতিমধ্যেই যে শুরু হয়ে গিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। বিভিন্ন সংস্থা নতুন মডেল...
SUMAN 31 Jan 2023 6:22 PM IST

বৈদ্যুতিক গাড়ির শিল্পে যে নবজাগরণের পর্ব ইতিমধ্যেই যে শুরু হয়ে গিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। বিভিন্ন সংস্থা নতুন মডেল নিয়ে আসার পাশাপাশি কারখানা খোলার উদ্দেশ্যে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। অর্থনীতির সচলতা বজায় রাখার জন্য যা অবশ্যই একটি ইতিবাচক দিক। এবারে ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) ভারতে তাদের একসাথে দুটি বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ নির্মাণের কারখানা উদ্বোধনের পরিকল্পনার কথা জানালো। এর জন্য সংস্থাটি আগামী দু’বছরে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

ওমেগার এই কারখানায় ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং পাওয়ারট্রেন নির্মিত হবে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ। অ্যাঙ্গলিয়ান ওমেগা গোষ্ঠীর শাখা সংস্থাটি iM3NY-এর সাথে একটি জয়েন্ট ভেঞ্চারে পা বাড়িয়েছে। এটি একটি মার্কিন ইভি ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি। তাদের ব্যাটারি উৎপাদনের প্রযুক্তি ভারতে আনার জন্যই এই পদক্ষেপ।

ওমেগা তাদের ছয়টি ইলেকট্রিক গাড়ির মোটর তৈরি করবে বলেও জানা গেছে। যেগুলির ক্ষমতা ৭ থেকে ৩৪ কিলোওয়াটের মধ্যে থাকবে। এদিকে সংবাদ সংস্থা পিটিআই-কে নারাঙ্গ বলেছেন, তাদের এই পদক্ষেপ জোগান শৃঙ্খলের ঘাটতি মেটাবে। এমনকি ভারতের রাঘববোয়াল অটোমোবাইল সংস্থাগুলিকেও তারা এই যন্ত্রাংশ সরবরাহ করবে। বিনিয়োগের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আগামী দু’বছরে দুটি কারখানা তৈরির জন্য মোট ৮০০ কোটি টাকা লগ্নি করা হবে।

নারাঙ্গ জানান, তাদের পাওয়ারট্রেনের কারখানাটি হরিয়ানাতে এবং ব্যাটারির ফ্যাক্টরিটি মহারাষ্ট্রে গড়ে তোলা হবে। প্রাথমিক পর্যায়ে চীনের থেকে ব্যাটারি সেল আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে এটির কারখানা তৈরি করা হবে। ২০২৩-এর জুন থেকে প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের কাজ আরম্ভ হবে ২০২৪-২৫-এ। প্রসঙ্গত, চলতি আর্থিকবর্ষে তিন ও চার চাকার ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ৬,০০০ ইউনিট বিক্রি করতে পারবে বলে আশাবাদী। পরের বছরে ২০,০০০টি মডেল বেচাকেনার লক্ষ্য মাত্রা স্থির করা হচ্ছে।

Show Full Article
Next Story