Omega Seiki Mobility নিয়ে এল Zoro ও Flare ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে চলবে ৮৫ কিমি

ইলেকট্রিক স্কুটারের বাজারে নয়া চমক। এ বার ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বলে দিল্লির এক ই-ভেহিকেল কোম্পানি...
SHUVRO 7 Aug 2021 1:37 PM IST

ইলেকট্রিক স্কুটারের বাজারে নয়া চমক। এ বার ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বলে দিল্লির এক ই-ভেহিকেল কোম্পানি Zoro ও Flare নামে দু'টি নতুন ব্যাটারিচালিত স্কুটার নিয়ে হাজির হল।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ই-স্কুটারগুলির বুকিং অগস্টের শেষে শুরু হবে এবং পুজোর মরশুমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পুনেতে ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধনের সময় Zoro ও Flare মডেলের সেই ই-স্কুটার দু'টির প্রদর্শন করেছে ওমেগা সেইকি মোবিলিটি (ওএসএম)।

প্রতিটি স্কুটারই এক চার্জে ৮৫ কিমি পর্যন্ত ছুটতে পারে বলে দাবি প্রস্তুতকারী সংস্থার। আবার টপ স্পিড ৪৫ কিমি/ঘন্টা। কমগতি সম্পন্ন স্কুটার হওয়ার ফলে চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সেরও দরকার হবে না। মোট সাতটি রঙে মডেল দু'টি পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ওএসএম-এর ম্যানেজিক ডিরেক্টর ডক্টর দেব মুখার্জ্জী বলেন, ভারতে বিক্রি হওয়া প্রতিটি দু-চাকার গাড়ির মধ্যে একটি স্কুটার। আমার বিশ্বাস যে এই সংখ্যাটি দ্রুত বৃদ্ধি পাবে, বিশেষ করে সরকার যখন এই সেগমেন্টে ভর্তুকি দিচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story