বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পালন, 16 লাখ কিমি গাড়ি চালিয়ে নজির ব্যক্তির, নতুন মডেল উপহার দিল কোম্পানি

আমরা আজকের দিনে দাঁড়িয়ে টয়োটার মত নামি সংস্থার কয়েক দশকের পুরনো মডেলকেও রাস্তায় চলতে দেখি। এমনকি এখনও এমন অনেক...
techgup 28 Aug 2022 10:44 PM IST

আমরা আজকের দিনে দাঁড়িয়ে টয়োটার মত নামি সংস্থার কয়েক দশকের পুরনো মডেলকেও রাস্তায় চলতে দেখি। এমনকি এখনও এমন অনেক Toyota Innova কিংবা Qualis এর প্রথম জেনারেশনের কয়েক লক্ষ কিমি চলা মডেলেরও দেখা মেলে হামেশাই। অন্য দিকে, বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা ভলভো। তাদের গাড়িগুলি মূলত যাত্রী সুরক্ষার দিক থেকে অনেক এগিয়ে থাকে। তবে ভলভোর গাড়িগুলির দীর্ঘকাল চলার ব্যাপারে অনেকেই সন্ধিহান থাকেন। তাদের জন্য চমকে দেওয়ার মতো এক খবর প্রকাশ করেছে এক সংবাদমাধ্যম

ওই চ্যানেল কর্তৃক প্রকাশিত ভিডিওতে ভলভো গাড়ির একজন মালিক জিম ওশিয়ার এর কথা বলা হয়েছে, যিনি ১৯৯১ সালে Volvo 740GLE মডেলটি কেনেন। সেই সময় থেকে শুরু করে এই দীর্ঘ ৩০ বছরে গাড়িটি নিয়ে তিনি ১০ লক্ষ মাইল (প্রায় ১৬ লক্ষ কিমি) অতিক্রম করে ফেলেছেন। স্মৃতির সরণী বেয়ে গাড়িটি কেনার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘ এই মাঝের সময়ে বদলে গেছে চারপাশের সবকিছুই, বদলাইনি শুধু তার এই ভালোবাসার গাড়িটি।

উল্লিখিত ভিডিওতে বলতে শোনা গেছে গাড়িটি কেনার সময় তার বাবার সঙ্গে খানিক বাকবিতন্ডায় জড়িয়েছিলেন জিম। তার বাবার পছন্দের সংস্থা ছিল Ford। কিন্তু Volvo 740 GLE মডেলটির সাধারণ ডিজাইন মুগ্ধ করে জিমকে। বাবাকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন ১ মিলিয়ন মাইল চালিয়ে ভুল প্রমাণিত করবেন তাঁকে। তার মতে এই গাড়িটি সাধারণ মানুষের পক্ষে মেইনটেইন করা অনেক সহজ। সাধারণ মেকানিক দিয়ে অল্প কিছু রিপেয়ারিং এর মাধ্যমেই একে ঠিক রাখা সম্ভব। যদিও গাড়িটির ৫ লক্ষ মাইল অতিক্রম করার পর তার ইঞ্জিনটি বদলানো হয়। এমনকি বদলাতে হয় এর ট্রান্সমিশন সিস্টেমকেও।

যদিও দীর্ঘ এই সময়ে জিমকে কোনদিন গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়তে হয়নি। তবে তার স্ত্রীয়ের ক্ষেত্রে বার কয়েক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এর পাশাপাশি বর্তমানে গাড়িটির চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। বডি প্যানেল হয়েছে জরাজীর্ণ। কিন্তু গাড়িটির প্রতি জিমের ভালোবাসা আজও একই রকম রয়ে গেছে।

উপরন্তু জিমের এই কৃতিত্বকে বাহবা জানিয়েছে Volvo USA। ৩০ বছর আগে যে ডিলারের কাছ থেকে গাড়িটি কেনা হয়েছিল সেই ডিলারের হাত দিয়েই ২০২২ এর একটি নতুন লাক্সারি সেডান Volvo S 60 তাকে গিফট করেছে এই সংস্থা। সাথে ভলভোর সমস্ত সাবস্ক্রিপশন প্যাক দু বছরের জন্য বিনামূল্যে দেওয়া হবে তাকে। এর মধ্যে রয়েছে টায়ার, চাকা, মেনটেনেন্স এবং সব ধরনের ইনসিওরেন্স। স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু দেখে প্রচন্ড উচ্ছ্বাসিত জিম।

Show Full Article
Next Story