Car Buying Tips: গাড়ি কেনার সময় এই 5 ফিচার এড়িয়ে চলুন, প্রচুর পয়সা বেঁচে যাবে
বিজ্ঞানের উন্নতি সাথে সাথেই বদলেছে আজকালকার দিনের গাড়ির ধরন। ২০২৪ সালে দাঁড়িয়ে যানবাহন কেবলমাত্র একটি যাতায়াত...বিজ্ঞানের উন্নতি সাথে সাথেই বদলেছে আজকালকার দিনের গাড়ির ধরন। ২০২৪ সালে দাঁড়িয়ে যানবাহন কেবলমাত্র একটি যাতায়াত ব্যবস্থার মাধ্যমের থেকেও অনেক বেশি কিছু। গাড়িতে এখন যুক্ত হয়েছে নানাবিধ অত্যাধুনিক ফিচার। একথা ঠিক, এই সমস্ত বৈশিষ্ট্যের চাকচিক্য একশ্রেণীর গ্রাহকদের বেশ আকৃষ্ট করে। তবে আরেকটি বিষয়ে মাথায় রাখা দরকার আর সেটা হল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফিচার্স গাড়িতে যুক্ত হয়ে সামগ্রিক দাম বাড়িয়ে তুললেও, সেগুলির বাস্তবিক ব্যবহার অনেকাংশেই নগণ্য। এগুলি আদতে গ্রাহকের পকেটে অতিরিক্ত বোঝার সৃষ্টি করে। গাড়ি কেনার সময় ব্যবহারিক বিষয়টিকেই মাথায় রেখে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ। গাড়ির কোন কোন ফিচার এড়িয়ে চলবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা রইল এই প্রতিবেদনে।
প্যানোরামিক সানরুফ
সাধারণত বিলাসবহুল গাড়ির ছাদে লম্বা এবং খোলা প্যানোরামিক সানরুফ দেখতে পাওয়া যায়। তবে সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন কম্প্যাক্ট এসইউভি এমনকি হ্যাচব্যাকেও যুক্ত হয়েছে এই ফিচার। এই জাতীয় সানরুফ গাড়ির কেবিনের মধ্যে প্রাকৃতিক আলো প্রবেশ করার পথ সুগম করে। সহজ ভাবে বলতে গেলে এটি গাড়ির অন্দরসজ্জাকে অনেকটাই উন্নত করে ঠিকই তবে প্রয়োজনে এই ফিচার এড়িয়ে যাওয়া যায় সহজে।
রেন সেন্সিং ওয়াইপার
মর্ডান গাড়ির অন্যতম ট্রেন্ড হলো রেন সেন্সিং ওয়াইপার। নামের থেকেই স্পষ্ট এটি স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টিপাত চালু হলেই তার কাজ শুরু করে দেয়। একজন গাড়ি চালকের কাছে বৃষ্টির সময় ওয়াইপারের সুইচ চালু করার মতো সহজ কাজ আর দুটি আছে বলে মনে হয় না। তাই অতিরিক্ত অর্থ খরচ করে এই অপ্রয়োজনীয় ফিচার না নেওয়াই শ্রেয়।
জেসচার কন্ট্রোল
সাম্প্রতিক কালে লঞ্চ হওয়া বিভিন্ন গাড়িতে জেসচার কন্ট্রোল ফিচার সংযুক্ত রয়েছে। গাড়ির চালক কিংবা তার পাশে বসে থাকা ব্যক্তি হাত নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে গাড়ির নানারকম কাজ করতে পারেন এই প্রযুক্তির মাধ্যমে। এটি এক ঝলকে দেখলে বেশ কুল বলে মনে হলেও চালকের অন্যমনস্ক হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই এই জেসচার কন্ট্রোল ফিচার অবশ্যই এড়িয়ে চলুন।
টাচপ্যাড কন্ট্রোল
আধুনিক গাড়িতে টাচপ্যাড কন্ট্রোল ব্যবহার করার পক্ষে সওয়াল করেন অনেকেই। গ্রাহকদের একাংশের যুক্তি টাচপ্যাড কন্ট্রোল ফিচার আদতে অত্যাধুনিক একটি বৈশিষ্ট্য যা গাড়ির মধ্যে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করার কাজকে সহজতর করেছে। তবে একটা বড় অংশের গাড়িচালকদের দাবি, এরকম টাচপ্যাড অনেক সময় গাড়ি চালানো অবস্থায় মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি করে। বোতাম কিংবা ডায়ালের মাধ্যমে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করার যে পুরাতন পদ্ধতি সেটাই নাকি অনেক বেশি সুবিধাজনক।
ওয়ারলেস চার্জিং সিস্টেম
আজকালকার দিনের চার চাকাতে ওয়ারলেস চার্জিং সিস্টেম আরো একটি আধুনিক ফিচার। বিভিন্ন প্রিমিয়াম মোবাইল ফোন ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে থাকে। এটি তার ছাড়াই মোবাইল ফোনকে চার্জ করতে পারে। সাধারণভাবে বেশিরভাগ গাড়ির মধ্যে তারের সাহায্যে মোবাইল ফোন চার্জ করার ব্যবস্থা দেওয়া হয়ে থাকে, এর জন্য ওয়্যারলেস চার্জারের প্রয়োজন নেই। না নিলে নিজের কষ্টার্জিত অর্থও তাতে সাশ্রয় হয়ে খানিকটা।।