Petrol Diesel Price: গাড়ি, বাইকের ট্যাঙ্কি ফুল করে রাখুন, ভোট মিটতেই বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম
বিগত বেশ কয়েক মাস ভারতে পেট্রোল-ডিজেলের দাম সেভাবে বাড়তে দেখা যায়নি। কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৪ জুন, ২০২৪)...বিগত বেশ কয়েক মাস ভারতে পেট্রোল-ডিজেলের দাম সেভাবে বাড়তে দেখা যায়নি। কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৪ জুন, ২০২৪) লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর জ্বালানি তেলের দাম চড়তে পাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তাই আগে থেকেই গাড়ি বা টু-হুইলারের ট্যাঙ্ক ফুল করার পরামর্শ দিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
ভোট মিটতেই বাড়তে পারে জ্বালানি তেলের দাম
সরকার ও তেল বিপণন কোম্পানিগুলির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-এর মার্চে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর কথা ঘোষণা করেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। ১৫ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর করা হয়েছিল। দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বিজেপি নেতারা এটিকে স্বাগত জানিয়েছিলেন। যদিও সর্বসাধারণের সমর্থন আদায় করার এটি একটি কৌশল বলে পাল্টা দিতে ছাড়েননি বিরোধীরা।
দেশের বিরোধী দলগুলির আশঙ্কা সত্যি হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর পেট্রোল-ডিজেলে মূল্যবৃদ্ধির কোপ পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। খুব শীঘ্রই হয়ত নয়, তবে সেটা অবশ্যম্ভাবী। এদিকে পশ্চিম এশিয়ায় নানান সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ব্যাপক বেড়েছে। যে কারণে ১৫ মার্চ থেকে লিটার প্রতি ২ টাকা দাম কমানোর ফলে দেশের তেল বিক্রেতাদের বাড়তি বোঝা বইতে হচ্ছে। তাই ভারতে লোকসভা ভোট মিটতেই জ্বালানি তেলের দাম তড়িঘড়ি বাড়ানো হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
প্রসঙ্গত, ভারতের বাজারে জ্বালানি তেলের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যার মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক বাজারে এর মূল্য। এছাড়া রয়েছে তেলের উপর চাপানো কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ট্যাক্স এবং সেসের বোঝা। প্রায় প্রতিটি দেশের সরকার তেল বিক্রি মোটা অঙ্কের রাজস্ব আদায়ের অন্যতম উপায় হিসেবে ভেবে থাকে।