Fuel Price Hike: চার মাস পর পেট্রল-ডিজেলের দাম বাড়াল কেন্দ্র, চড়ল রান্নার গ্যাসও

দীর্ঘ ১৩৭ দিনের নিরবতা পালনের পর আজ দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম মাথা তুলল। পেট্রল এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বাড়ানোর কথা ঘোষণা করল মোদি সরকার।…

দীর্ঘ ১৩৭ দিনের নিরবতা পালনের পর আজ দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম মাথা তুলল। পেট্রল এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বাড়ানোর কথা ঘোষণা করল মোদি সরকার। মূল্যবৃদ্ধির পর কলকাতায় এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৫১ টাকা ও ৯০.৬২ টাকা হয়েছে। পাশাপাশি কলকাতায় রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে হয়েছে ৯৭৬ টাকা। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে হারে বেড়ে চলেছে তাতে দেশের পাঁচ রাজ্যে ভোট মিটলেই পেট্রল-ডিজেলের মূল্য যে বৃদ্ধি করা হবে, তা একপ্রকার নিশ্চিত ভাবেই বলা গিয়েছিল।

রাশিয়া ইউক্রেনের সামরিক সংঘাতে পর থেকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ক্রমশই চড়তে দেখা গেছে। এক সময় তা ১৩৭ ডলারে পৌঁছে যায়। আসলে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল রফতানিকারী দেশ রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এর ফলে তেলের সরবরাহে আশঙ্কা মাথা তোলায় বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দর। যদিও সৌদি আরব তেল সরবরাহ বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করে। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের মূল্য ১০০ ডলারের উপরেই ঘোরাফেরা করছে।

এদিকে দেশের রাজধানী দিল্লিতে দাম বাড়ার পর লিটার পিছু পেট্রল ও ডিজেলের মূল্য হয়েছে যথাক্রমে ৯৬.২১ টাকা ও ৮৭.৪৭ টাকা। আবার মুম্বাইতে পেট্রলের দর ১১০.৮২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৫ টাকা/লিটার। চেন্নাইতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০২.১৬ টাকা এবং ৯২.১৯ টাকা।

মূল্যবৃদ্ধির পর দিল্লির এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিত্যদিন পেট্রল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত শ্রেণীর উপর। আমি অনুরোধ করছি যাতে সরকার মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে পেট্রোপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে।” অন্যদিকে গত সপ্তাহে বেশি পরিমাণে তেলের ক্রেতা বা বাল্ক ইউজারদের জন্য লিটার প্রতি ডিজেলের দাম ২৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। যার বিরূপ প্রভাব পড়ে বেসরকারি তেলের পাম্পগুলিতে। মুম্বাইতে বাল্ক ইউজারদের জন্য এক লিটার ডিজেলের দাম বেড়ে হয় ১২২.০৫ টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন