Scooter Offers: ডিসেম্বরে স্টক খালি করতে ১৩ হাজার টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে এই স্কুটারগুলি

Piaggio India বর্তমানে ভারতে ৬টি ভেসপা এবং ৫টি এপ্রিলিয়া স্কুটার বিক্রি করে। এই ডিসকাউন্ট অফার উভয় সিরিজের জন্য প্রযোজ্য। ডিসকাউন্ট অফারে ক্রেতারা নগদ ছাড়, বিনামূল্যে বীমা বা এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারবেন।

Suman Patra 6 Dec 2024 8:54 AM IST

আপনি যদি এই সময় নতুন প্রিমিয়াম স্কুটার কিনতে চান তাহলে সুখবর। Piaggio India তাদের Vespa এবং Aprilia সিরিজের স্কুটারে দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট অফার। সংস্থার এপ্রিলিয়া এবং ভেসপা স্কুটার ১৩,০০০ টাকা পর্যন্ত কমে কেনা যাবে। পিয়াজিওর এই ডিসকাউন্ট অফারটি ৩ ডিসেম্বর ২০২৪ থেকে ২৫ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে কেনা স্কুটারগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংস্থাটি বর্তমানে ভারতে ৬টি ভেসপা এবং ৫টি এপ্রিলিয়া স্কুটার বিক্রি করে। এই ডিসকাউন্ট অফার উভয় সিরিজের জন্য প্রযোজ্য। ডিসকাউন্ট অফারে ক্রেতারা নগদ ছাড়, বিনামূল্যে বীমা বা এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারবেন। তবে স্টক ও জায়গার উপর নির্ভর করে ডিলারের কাছে অফার আলাদা হতে পারে।

স্টক খালি করতে ডিসেম্বরে ভারতে বাইক ও স্কুটারের দাম সবসময় কমানো হয়। এবছরও সেই ধারা বজায় রেখেছে পিয়াজিও। সুতরাং আপনি যদি পিয়াজিও ইন্ডিয়ার ভেসপা এবং এপ্রিলিয়া স্কুটার কিনতে চান তবে এটাই সঠিক সময়

Vespa -র নতুন ৬ মডেল

ভেসপা ভারতে 6 টি নতুন মডেল অফার করে, সর্বাধিক জনপ্রিয় স্কুটারগুলি হল VXL 125, VXL 150, SXL 125, ZX 125 এবং SXL 150।

Aprilia -র নতুন ৫ মডেল

এপ্রিলিয়া ভারতে ৫ টি নতুন মডেল লঞ্চ করেছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কুটারগুরি হল SR 160, SR 125, SXR 160, Storm 125 এবং SXR 125।

Show Full Article
Next Story