Pravaig Defy: ভারতীয় সংস্থার তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি, যা এক চার্জে ছুটবে 500 কিমি
ভারতের বাজারে ইদানিং বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির সম্ভার বৃদ্ধি পেলেও, দেশীয় সংস্থার তৈরি মডেলের এখনও যথেষ্ট অভাব...ভারতের বাজারে ইদানিং বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির সম্ভার বৃদ্ধি পেলেও, দেশীয় সংস্থার তৈরি মডেলের এখনও যথেষ্ট অভাব রয়েছে। যা পূরণ করতে বেঙ্গালুরুর ইভি স্টার্টআপ প্রাভেগ ডায়নামিক্স (Pravaig Dynamics) লঞ্চ করল তাদের ইলেকট্রিক প্রথম এসইউভি (SUV) গাড়ি। যার নাম – Pravaig Defy। গাড়িটির দাম ৩৯.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা শুনলে অনেকেই চমকে উঠবেন। গাড়িটি যদিও এখনও প্রি প্রোডাকশন ভার্সনে রয়েছে।
নতুন Pravaig Defy-র প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে একটি ৯০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সাথে একটি ইলেকট্রিক মোটর। যা থেকে ৪০২ বিএইচপি শক্তি এবং ৬২০ এনএম টর্ক উৎপন্ন হবে। ডেফি ইভি সিঙ্গেল চার্জে ৫০০ কিমি রেঞ্জ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতি ঘন্টায় ২১০ কিমি সর্বোচ্চ গতিবেগ সহ গাড়িটি ০-১০০ কিমি/ঘন্টার গতি ৪.৯ সেকেন্ডে তুলতে পারবে।
গাড়িটির ব্যাটারি একটি ফাস্ট চার্জারে ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। ডেফিতে রয়েছে অল হুইল ড্রাইভ বা AWD ড্রাইভট্রেন সিস্টেম। আবার ফিচারের তালিকায় উপস্থিত ১৫.২ ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ১০ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। গাড়িটি ১১টি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – এম্পেরর পার্পেল, হলদি ইয়েলো, মুন গ্রে, শাইনি ব্ল্যাক, হিন্দিগো, বরডক্স, ৫.৫৬ গ্রীন, লিথিয়াম, ভার্মিলিয়ন রেড, কাজিরাঙ্গা গ্রীন এবং সিয়াচেন ব্লু।
প্রাভেগ ডেফি-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৩৪ মিমি, লেগরুম ১,২১৫ মিমি এবং হেডরুম ১,০৫০ মিমি। অন্যান্য ফিচারের মধ্যে মাল্টিপল কানেক্টিভিটি, ডেভিয়ালেট স্টিরিও সিস্টেম, কানেক্টেড কার টেক, একটি এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস ফোন চার্জিং, কুল্ড এবং ইলেক্ট্রিক্যালি অ্যাডজাস্টেবল ক্যাপ্টেন সিট, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, রিয়ার টাচস্ক্রিন সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে।
Pravaig Defy ইলেকট্রিক এসইউভি-টি ডিজাইনের দিক থেকে বেশ বড়সড় আকৃতির। সামনের অংশে ল্যান্ড রোভারের মত প্রিমিয়াম গাড়ির স্টাইল ফুটিয়ে তোলা হয়েছে। এতে রয়েছে টুইন সানরুফ, ফ্লেয়ার্ড ফ্রন্ট ফেন্ডার, একটি শার্প র্যাকেড ফ্রন্ট, রিয়ার উইন্ড স্ক্রিন, মাল্টি স্পোক অ্যালয় হুইল, ব্ল্যাক প্লাস্টিক ক্ল্যাডিং, একটি ফ্ল্যাট রুফলাইন সহ আরও একাধিক ফিচার সহ এসেছে গাড়িটি।