7.98 লাখে MG Comet EV কিনলে কি লাভ? ভাল-খারাপ দিকগুলি জেনে নিন
চলতি সপ্তাহেই ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন সদস্য হিসেবে পদার্পণ করেছে MG Comet EV। জন্মলগ্নে ব্রিটিশ সংস্থা এমজি...চলতি সপ্তাহেই ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন সদস্য হিসেবে পদার্পণ করেছে MG Comet EV। জন্মলগ্নে ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor)-এর এই গাড়িটি আবার দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক মডেলের তকমা জিতে নিয়েছে। এর দাম ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এখন বিষয় হচ্ছে, দাম কম হলেও প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি কেনা কতটা যুক্তিযুক্ত হবে। এই প্রতিবেদনে Comet EV-র ভাল ও খারাপ দিকগুলি তুলে ধরা হল।
MG Comet EV কেনার সুবিধা
- সত্যি বলতে উপরিউক্ত মূল্যে বর্তমান দিনে একটি বৈদ্যুতিক গাড়ি পাওয়া দুষ্কর।
- আল্ট্রা-কম্প্যাক্ট সাইজ, হালকা স্টেয়ারিং এবং ছোট টার্নিং রেডিয়াস – যানজটপূর্ণ রাস্তাতে চলার জন্য আদর্শ।
- এমন একটি হ্যাচব্যাক যা চিপ ফিল করাবে না।
- বাস্তব দুনিয়াতে ১৫০-১৬০ কিমি রেঞ্জ, শহরের রাস্তায় চলার জন্য আদর্শ হিসেবে ধরা হয়।
- ড্রাইভিংয়ের বিভিন্ন পরিস্থিতিতে অ্যাডজাস্টেবল ড্রাইভিং মোড এবং সিলেক্টবল রিজেন ব্রেকিং খুবই কার্যকর।
- শূন্য নির্গমন ও চলার কম খরচের কারণে কম সময়েই ব্যবহারকারীর ভালোবাসা অর্জন করবে।
- কেবিনে চারজন একসাথে বসে শহরের রাস্তায় আরামদায়ক ভ্রমণের স্বাদ নেওয়া যাবে।
- ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে যুক্ত ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল কি শেয়ারিং ইত্যাদি থাকার কারণে আধুনিক প্রযুক্তির সুবিধা মিলবে।
- উন্নত ফিচার হিসেবে রয়েছে এলইডি হেডল্যাম্প, ইন্ডিরেক্ট TPMS, কিলেস এন্ট্রি, স্প্লিট ফোল্ডিং রিয়ার সিট, সেন্সর সহ রিভার্স পার্কিং ক্যামেরা ইত্যাদি।
- নিজের গাড়িটি ইচ্ছে মত কাস্টমাইজ করা ও বিভিন্ন অ্যাক্সেসরি দ্বারা সাজানোর সুবিধার রয়েছে।
MG Comet EV কেনার অসুবিধা
- MG Comet EV-র অদ্ভুত এবং মজার স্টাইলিং সকলের জন্য আবেদনময়ী নাও হতে পারে।
- এই গাড়িটি যারা পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে চান তাদের জন্য উপযুক্ত নয়। কেবল শহরের রাস্তায় চলাচলের জন্য আদর্শ।
- দুই দরজা বিশিষ্ট গাড়িটি চারজন যাত্রী বহনের উপযুক্ত। পাঁচ জন নয়।
- ৪১ বিএইচপি মোটর থেকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বিশেষ পারফরম্যান্স আশা করা যায় না।
- এটি যে কোন বাড়িতে দ্বিতীয় অথবা তৃতীয় তম গাড়ি হিসেবে ব্যবহারের উপযোগী।
- প্রতিটি সিটের সাথে শূন্য বুট স্পেস। আবার লাগেজ বহন করতে হলে পেছনের সিট ভাঁজ করে রাখতে হবে।
- এতে ডিসি অথবা এসি ফাস্ট চার্জিং – কোনোটিই উপলব্ধ নেই। কেবল হোম চার্জার দ্বারা ৭ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে।
- অনুপস্থিত ফিচার হিসেবে রয়েছে সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, রিয়ার ওয়াসার এবং ওয়াইপার, স্পেয়ার হুইল।
- এতে উপস্থিত ২-স্পিকার সাউন্ড সিস্টেম বাস্তবেই হতাশাজনক
- গাড়িটির ১২ ইঞ্চি স্টিলের হুইল এবং ডিজাইনার কভার থাকার ফলে, কোন স্পিড ব্রেকার বা গর্তে চাকা পড়লে বিপদের আশঙ্কা রয়ে যাচ্ছে।
Next Story