Pure EV Electric Scooter: ই-স্কুটারে ফের বিস্ফোরণ, চীন থেকে আমদানি করা ব্যাটারি নিয়ে উঠছে প্রশ্ন
পেট্রল-ডিজেলের দামে ক্রমশ উত্তাপ বেড়ে চলার সমাধানসূত্র হিসেবে বিকল্প জ্বালানির যানবাহন ব্যবহারের জন্য দেশের মানুষকে...পেট্রল-ডিজেলের দামে ক্রমশ উত্তাপ বেড়ে চলার সমাধানসূত্র হিসেবে বিকল্প জ্বালানির যানবাহন ব্যবহারের জন্য দেশের মানুষকে উপদেশ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই বিকল্প জ্বালানির মধ্যে অন্যতম হল বিদ্যুৎ চালিত যানবাহন। এর বিক্রি বাড়াতে দেশে চার্জিং স্টেশনের পরিকাঠামোর উন্নয়নে উঠে পড়ে লেগেছে একাধিক সরকারি এবং বেসরকারি সংস্থা। যার ফলাফল মিলেছে হাতেনাতে! বিগত কয়েক বছরে ক্রমশই বেড়েছে ব্যাটারি চালিত গাড়ির নথিভুক্তকরণের পরিমাণ।
কিন্তু সম্প্রতি ভারতে পরপর ঘটে চলা ইলেকট্রিক স্কুটারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কথা প্রকাশ্যে আসতেই বৈদ্যুতিক টু-হুইলার ব্যবহারকারীদের মনে আশঙ্কা বাসা বেঁধেছে। মার্চের ২৬ তারিখের পর এমনিতেই এমন দু'টি ঘটনা ঘটে গেছে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরও এক ঘটনা৷ উত্তর চেন্নাইয়ের মনজামপক্কামে মথুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে ফের একটি বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগে, যা ছিল Pure EV-র স্কুটার। ফলে বিগত চার দিনে এই নিয়ে তৃতীয়বার ইলেকট্রিক স্কুটার অগ্নিকান্ডের ঘটনা সামনে এল।
২৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি লাল রঙের ইলেকট্রিক স্কুটার থেকে ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার পুণেতে Ola S1 Pro-তে আগুন ধরে যায় এবং তামিলনাড়ুর ভেলোরে Okinawa-র একটি স্কুটারের ব্যাটারির বিস্ফোরণের ফলে এক ব্যক্তি ও তার ১৩ বছরের মেয়ের মৃত্যু হয়।
ব্যাটারি চালিত স্কুটারে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা আঙুল তুলছে এতে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির থার্মাল এফিশিয়েন্সি বা উৎপন্ন তাপের দিকে। বর্তমানের বৈদ্যুতিক স্কুটারগুলিতে কি আদৌ উৎপাদিত তাপের নির্বাপণের উপযুক্ত ব্যবস্থা রয়েছে? উঠছে প্রশ্ন। ঘটনার প্রসঙ্গে Pure EV-র সাথে যোগাযোগ করা হলে সংস্থার তরফে জানানো হয়, অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানা ছিল না। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
এখন প্রশ্ন গরম পড়া মাত্রই বৈদ্যুতিক স্কুটারে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে? এর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। রিপোর্টে উল্লেখ রয়েছে হঠাৎ গরম পড়ে যাওয়ায় বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারিতে গোলযোগ দেখা দেয়, এর থেকে অত্যাধিক তাপ উৎপন্ন হওয়া থেকেই এই অগ্নিকাণ্ড।
এদিকে বেশিরভাগ ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য চীনা সংস্থাগুলির উপর ভরসা করে থাকে। এই ব্যাটারি হল বৈদ্যুতিক স্কুটারের প্রধান বস্তু। এইসব ব্যাটারি উৎপাদনের সময় তার গুণমান নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থা নেই। অনুপযুক্ত উপাদান দিয়ে এই ব্যাটারি তৈরি হওয়া অগ্নিকাণ্ডের একটি সম্ভাব্য কারণ হতে পারে। আবার সফটওয়্যারের গোলযোগের কারণেও লাগতে পারে আগুন।