99,999 টাকায় দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক মোটরসাইকেল, এক ফোঁটা তেল না খেয়েই 130 কিমি ছুটবে

জাঁকজমকপূর্ণ ভাবে ভারতে লঞ্চ হয়েছে দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক মোটরসাইকেল Pure EV ecoDryft। দিল্লিতে কেন্দ্রীয় ও...
SUMAN 1 Feb 2023 1:00 PM IST

জাঁকজমকপূর্ণ ভাবে ভারতে লঞ্চ হয়েছে দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক মোটরসাইকেল Pure EV ecoDryft। দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভর্তুকি ধরে এর দাম পড়বে ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। কমিউটার ই-বাইকটি মোট চারটি রঙের বিকল্পে হাজির করা হয়েছে – ব্ল্যাক, গ্রে, ব্লু এবং রেড। পিওর ইভি (Pure EV)-র জানিয়েছে তাদের এই মোটরবাইকটি হায়দ্রাবাদের কারখানায় সম্পূর্ণ নির্মিত হয়েছে। আসুন ecoDryft-এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Pure EV ecoDryft দাম

দিল্লিতে সরকারের ভর্তুকি ধরে Pure EV ecoDryft মোটরসাইকেলটির দাম পড়ছে ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। যদিও সমগ্র ভারতে এর মূল্য ১,১৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এদিকে অন-রোড প্রাইস বিভিন্ন রাজ্যের আরটিও-র মাশুলের উপর নির্ভর করছে। সংস্থার দাবি ইতিমধ্যেই তারা দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টু-হুইলার সরবরাহ করে।

Pure EV ecoDryft পারফরম্যান্স

মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার। এবং তিনটি ড্রাইভিং মোড সহ সিঙ্গেল চার্জে এটি ১৩০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম। ecoDryft-এ দেওয়া হয়েছে একটি ৩.০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা AIS 156 শংসাপত্র প্রাপ্ত। এতে রয়েছে স্মার্ট বিএমএস, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ৩ কিলোওয়াট মোটর।

নতুন কমিউটার বাইকের প্রসঙ্গে পিওর ইভি-র সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী আধিকারিক রোহিত ভাদেরা বলেন, “টেস্ট ড্রাইভ এবং ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে গত দু’মাস আগে থেকে আমরা ১০০-র বেশি ডিলারশিপে ইকোড্রিফ্ট-এর ডেমো মডেল মোতায়েন করা শুরু করেছি। এখন ই-বাইকটির বুকিং চলছে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই গ্রাহকদের ডেলিভারি দেওয়া আরম্ভ হবে।”

Show Full Article
Next Story