ফুল চার্জে 150 কিমি, বিলাসবহুল বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির QJ Motor

সাম্প্রতিককালে ম্যাক্সি স্টাইলের স্কুটারগুলির প্রতি মানুষজনের অত্যাধিক আকর্ষণ তৈরি হয়েছে। সাধারণ ডিজাইনের প্রাচীনপন্থী...
techgup 21 Nov 2022 5:26 PM IST

সাম্প্রতিককালে ম্যাক্সি স্টাইলের স্কুটারগুলির প্রতি মানুষজনের অত্যাধিক আকর্ষণ তৈরি হয়েছে। সাধারণ ডিজাইনের প্রাচীনপন্থী স্কুটার ছেড়ে সবাই এখন ঝুঁকছে এই ভবিষ্যৎপন্থী ডিজাইনের দিকে। তার সাথে এই জাতীয় স্কুটারগুলির সঙ্গে মেলে বিভিন্ন ধরনের অত্যাধুনিক বৈশিষ্ট্যের সমাহার। কয়েকদিন আগেই ইতালিতে অনুষ্ঠিত হওয়া EICMA মোটর বাইক শো তে দেখা গিয়েছে এমনই এক নতুন ব্যাটারি চালিত ম্যাক্সি স্কুটার, যার প্রণেতা QJ Motor।

QJ Motor PV বাস্তবিক ক্ষেত্রে একটি পরিপূর্ণ ম্যাক্সি ডিজাইনের স্কুটার। এই জাতীয় আর পাঁচটা স্কুটারের মতো এটির মাঝেও রয়েছে বাইকের মতো অংশ। অর্থাৎ এক্ষেত্রে ফুট বোর্ড অনুপস্থিত। লম্বা সিঙ্গেল সিট, প্রশস্ত হ্যান্ডেল বার এবং সুউচ্চ ট্রান্সপারেন্ট ভাইজার এই সমস্ত কিছুই রয়েছে মডেলটিতে। এছাড়াও PV-র সামনে মিলবে অ্যাগ্রেসিভ লুকের দ্বিখন্ডিত এলইডি হেডলাইট এবং বডি প্যানেলের গায়ে লাগানো টার্ন ইন্ডিকেটর।

তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর, যার সর্বোচ্চ উৎপাদিত শক্তি ১০ কিলোওয়াট। QJ তার এই স্কুটারটিতে লিথিয়াম আয়নব ব্যাটারি ব্যবহার করেছে। যদিও ব্যাটারির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই স্কুটারটি এক চার্জে ১৫০ কিমি চলতে পারে বলে জানিয়েছে তার নির্মাতা। এমনকি তারা এও দাবি করেছে যে এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিমি। মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় এটি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।

QJ Motor PV-র অন্যান্য চমকপ্রদ ইলেকট্রনিক ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এবিএস, এলইডি লাইট এবং সামনে থাকা অ্যাডজাস্টেবল ভাইজার। অন্যদিকে সাসপেনশনের জন্য স্কুটারটির সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে রয়েছে ডুয়েল শক অ্যাবজর্ভার। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনের চাকায় ডুয়েল ডিস্ক থাকলেও পিছনে রয়েছে সিঙ্গেল ডিস্ক। সাথে অবশ্যই ভরসা যোগাবে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। এর পাশাপাশি Pirelli Angel এর টায়ার যুক্ত অ্যালয় হুইল থাকবে এখানে।

উল্লেখ্য, কিছুদিন আগেই QJ Motor ভারতে চারটি মোটরসাইকেল লঞ্চ করেছে। যদিও PV ইলেকট্রিক স্কুটার এদেশে আসার সম্ভাবনা বেশ ক্ষীণ। কিন্তু অদূর ভবিষ্যতে যদি লঞ্চ করা হয় তাদের এই স্কুটারটি সে ক্ষেত্রে তাকে সরাসরি প্রতিযোগিতা জানাতে হাজির রয়েছে Ola S1, Ather 450, Bajaj Cherak, TVS iQube সহ আরো অনেকে। এই মুহূর্তে ভারতের মাটিতে ম্যাক্সি স্কুটারের প্রতিনিধির দায়িত্ব সামলাচ্ছে Yamaha Aerox 155 ও Keeway Vieste 300।

Show Full Article
Next Story