Yamaha R15-কে টেক্কা দিতে দুর্দান্ত ইলেকট্রিক স্পোর্টস বাইক আনল এই সংস্থা

সদ্য ভারতের টু-হুইলারের বাজারে পা রেখেছে চীনা ব্র্যান্ড কিউজে মোটরস (QJ Motors)। একসাথে চার চারটি মোটরসাইকেল লঞ্চ করেছে তারা। এদিকে গত সপ্তাহে ইতালির মিলানে EICMA…

সদ্য ভারতের টু-হুইলারের বাজারে পা রেখেছে চীনা ব্র্যান্ড কিউজে মোটরস (QJ Motors)। একসাথে চার চারটি মোটরসাইকেল লঞ্চ করেছে তারা। এদিকে গত সপ্তাহে ইতালির মিলানে EICMA শো-তে তারা একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক উন্মোচিত করেছে। যার নাম QJ Motors RX। আসুন জেনে নিই, RX বৈদ্যুতিক বাইকটির বিস্তারিত স্পেসিফিকেশন।

QJ Motors RX ডিজাইন ও স্পেসিফিকেশন

কিউজে-এর আসন্ন ব্যাটারি মডেলটি ডিজাইনের দিক থেকে একটি স্পোর্টস বাইক। শার্প বডিওয়ার্ক বিশিষ্ট এন্ট্রি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এতে আগ্রাসী রাইডিং পজিশন, হ্যান্ডেলবারে লো-স্লাঙ্গ ক্লিপ, আগ্রাসী রিয়ার পজিশন ফুটপেগ, অল এলইডি লাইট এবং কালার টিএফটি ডিসপ্লে।

বর্তমানে, স্পোর্টস বাইকপ্রেমীরা একটি পেট্রোল চালিত মডেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কবে সেটি বাজারে আসবে। এদিকে স্পোর্টস বাইকের সম্পূর্ণ স্বাদ দিতে ইলেকট্রিক অবতারে হাজির হতে চলেছে QJ Motors RX। এদিকে সংশ্লিষ্ট সেগমেন্টের বাইক হিসেবে বাজারে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে Revolt RV। Ultraviolette F77 এমাসের ২৪ তারিখ লঞ্চ হবে। আবার Ola-ও তাদের একটি ব্যাটারি নির্ভর মোটরবাইক আনার কথা ঘোষণা করেছে।

QJ Motors RX-এর মাঝামাঝি জায়গায় প্রতিস্থাপিত থাকবে একটি ইলেকট্রিক মোটর। যার সর্বোচ্চ ক্ষমতা ৫ কিলোওয়াট। এর আউটপুট ৬.৭ এইচপি। যা খুব বেশি না হলেও সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি তোলার জন্য যথেষ্ট। এতে একটি ৭২ ভোল্ট, ৬০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হবে। যা থেকে ১২০ কিমি রেঞ্জ মিলবে। আবার ব্যাটারিটি ৪.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ২০২৩-এ ইউরোপের বাজারে লঞ্চ হওয়ার পর এর দাম জানা যাবে। Yamaha R15-কে জোর টক্কর দিতে পারে এটি।