মেঘ না চাইতেই জল! রাতারাতি 10% দাম কমে সস্তা হয়ে গেল এই দুই জনপ্রিয় ই-স্কুটার

মার্চের মাঝামাঝিতে এসে ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ কোয়ান্টাম এনার্জি (Quantum Energy) তাদের একজোড়া ইলেকট্রিক স্কুটারে...
Suman Patra 19 March 2024 1:04 PM IST

মার্চের মাঝামাঝিতে এসে ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ কোয়ান্টাম এনার্জি (Quantum Energy) তাদের একজোড়া ইলেকট্রিক স্কুটারে 10 শতাংশ দাম কমানোর কথা ঘোষণা করল। কোম্পানি তাদের Plasma X ও XR – এই দুই মডেলে লোভনীয় অফার নিয়ে এসেছে। অফারের বৈধতা 31 মার্চ, 2024 পর্যন্ত। চলুন সংস্থার এই দুই ইলেকট্রিক স্কুটারের দাম কতটা কমলো, জেনে নেওয়া যাক।

ডিসকাউন্ট ধরে Quantum Plasma X ও XR এখন কিনতে খরচ পড়বে যথাক্রমে 1.09 লাখ টাকা ও 89,000 টাকা (এক্স-শোরুম)। যেখানে ডিসকাউন্ট ঘোষণার আগে দাম ছিল 1.20 লাখ টাকা ও 1 লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ বোঝাই যাচ্ছে, চলতি মাসে মডেল দুটি কিনলে পকেটের উপরে বেশ কিছুটা চাপ কম পড়বে। এখন এই ব্যাটারি চালিত স্কুটার দুটির নানান বৈশিষ্ট্য সম্পর্কে চলুন জেনে নিই।

Quantum Plasma X ও XR – ব্যাটারি ও রেঞ্জ

Plasma X ও XR ইলেকট্রিক স্কুটারে উপস্থিত একটি 1,500 ওয়াট মোটর এবং 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। Plasma X মডেলটি 0-40 কিমি/ঘন্টার গতিবেগ 7.5 সেকেন্ডে তুলতে সক্ষম। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ 65 কিলোমিটার এবং রেঞ্জ 110 কিলোমিটার।

অন্যদিকে Plasma XR-এ শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি 1,500 ওয়াট মোটর। যা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগ অফার করে। সম্পূর্ণ চার্জ থাকলে এটি 100 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ইকো এবং স্পোর্টস – এই দুই ড্রাইভ মোড উপলব্ধ রয়েছে এতে। এছাড়া আছে কিলেস স্টার্ট এবং রিভার্স গিয়ার।

উপরিউক্ত এই দুই ই-স্কুটারে উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে উপস্থিত ফ্রন্ট ও রিয়ার এলইডি লাইট সেটআপ, বিএমএস, অন বোর্ড ইউএসবি চার্জিং, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। মডেল দুটিতে 5 বছর অথবা 5,000 কিমি (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টেস্ট রাইড বুক করতে পারবেন।

Show Full Article
Next Story