Rahul Gandhi: 'চালাতে পারি না', KTM এর বাইক কিনে আফসোস রাহুল গান্ধীর

জীবনের মূল লক্ষ্য রাজনীতিতে থাকলেও বাইকের বিষয়ে যথেষ্ট রুচি রাখেন রাহুল গান্ধী। জাতীয় কংগ্রেসের যুব নেতার সংগ্রহে...
SUMAN 10 July 2023 7:18 PM IST

জীবনের মূল লক্ষ্য রাজনীতিতে থাকলেও বাইকের বিষয়ে যথেষ্ট রুচি রাখেন রাহুল গান্ধী। জাতীয় কংগ্রেসের যুব নেতার সংগ্রহে রয়েছে প্রখ্যাত অস্ট্রিয়ান ব্র্যান্ড KTM 390 সিরিজের বাইক। যা তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় রেসিং মোটরসাইকেল হিসাবে পরিচিত। যদিও কর্মব্যস্ততা ও নিরাপত্তার কারণে রাহুল গান্ধীর সেটি চালানো হয়ে ওঠে না। সম্প্রতি দিল্লির করোল বাগে গিয়ে এমনই আফসোস তাঁর।

রাহুল গান্ধী KTM 390-র মালিক

এক ভিডিওতে রাহুল গান্ধীকে দিল্লির বিখ্যাত করোল বাগ মার্কেটে দেখা গেছে। সেখানে এক দোকানে মেকানিকদের সঙ্গে তাঁকে মোটরসাইকেল মেরামতির কাজে হাত লাগাতেও দেখা যায়। লাক্সারি গাড়ির প্রতি সিনেমা ও পলিটিক্স হেভিওয়েটদের অনুরাগের কথা হামেশাই সংবাদ শিরোনামে উঠে আসে। কিন্তু একজন রাজনীতিবিদের টু-হুইলারের প্রতি ভালবাসার দৃষ্টান্ত সেভাবে নেই বললেই চলে।

রাহুল গান্ধী জানান নিরাপত্তার কথা ভেবে দেহরক্ষীরা তাঁকে KTM 390 মোটরসাইকেল নিয়ে বাইরে যেতে দেন না। যে কারণে গ্যারাজে বাইকটির উপর ধুলো জমতে শুরু করছে। তিনি বলেন, “আমার একটি KTM 390 রয়েছে। বাড়িতে পড়েই রয়েছে সেটি। কারণ আমার দেহরক্ষী নিরাপত্তার কথা ভেবে না চালানোর পরামর্শ দিয়েছেন।”

যদিও রাহুল গান্ধীর কাছে KTM 390-এর কোন ভ্যারিয়েন্ট আছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে সংস্থার ৩৯০ সিসির এই ইঞ্জিন যুক্ত তিনটি মডেল রয়েছে – 390 Duke, RC390 ও 390 Adventure। এগুলি যথাক্রমে নেকেড, সুপারস্পোর্ট এবং অ্যাডভেঞ্চার টুরার ক্যাটেগরির। KTM 390 Duke-এর দাম ২,৯৭,৪৭৫ টাকা (এক্স-শোরুম)। এটি একটি ৩৭৩.২৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, DOHC ইঞ্জিনে ছোটে। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪৩.৫ পিএস শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ৩৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই একই ইঞ্জিন RC 390 ও 390 Adventure মডেলেও ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story