Tata Nano: চমক নিয়ে ফিরতে পারে রতন টাটার স্বপ্নের গাড়ি, কেমন দেখতে হবে টাটা ন্যানোর নতুন ভার্সন

এক বুক স্বপ্ন নিয়ে টাটা ন্যানো (Tata Nano) গাড়ি বাজারে এনেছিল শিল্পপতি রতন টাটার সংস্থা টাটা মোটরস (Tata Motors)। উদ্দেশ্য ছিল অতি মহৎ – মধ্যবিত্ত…

এক বুক স্বপ্ন নিয়ে টাটা ন্যানো (Tata Nano) গাড়ি বাজারে এনেছিল শিল্পপতি রতন টাটার সংস্থা টাটা মোটরস (Tata Motors)। উদ্দেশ্য ছিল অতি মহৎ – মধ্যবিত্ত ক্রেতাদের সস্তায় গাড়ি চড়ার সুযোগ করে দেওয়া। কিন্তু কঠিন বাস্তবিকতার টানাপোড়েনে নিজের অস্তিত্বের শিখণ্ডী খাড়া করে রাখতে কার্যত ব্যর্থ ন্যানো-র উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে টাটাকে। বিক্রি বন্ধ হয়েছে অনেকদিন আগেই। যদিও নিজের স্বপ্নের গাড়িকে কাছ ছাড়া করেননি রতন টাটা। বর্তমানে Tata Nano-র একটি ইলেকট্রিক ভার্সন ব্যবহার করেন তিনি। শোনা যাচ্ছে, শেষমেষ নতুন অবতারেই প্রত্যাবর্তন করবে ন্যানো, তবে জ্বালানি চালিত ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক অবতারে।

Tata Nano Electric-এর ডিজাইন কেমন

Tata Nano Electric বাজারে আনা হতে পারে বলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জল ঘোলা চলছিল। এবারে গাড়িটির বাস্তবের মাটিতে পথ চলা শুরু করতে চলার জোরদার জল্পনা শুরু হয়েছে। যদিও টাটা মোটরস এখনও এ বিষয়ে মুখ খোলেনি। তবে ইতিমধ্যেই ইলেকট্রিক ন্যানোর ডিজাইন কেমন হতে পারে, তা অনলাইনে ছড়িয়েছে। শিল্পী নবীন আদিত্য তার কল্পনার উপর ভিত্তি করে আসন্ন মডেলটির একটি নকশা তৈরি করেছেন।

নবীন আদিত্যর ডিজাইন করা টাটা ন্যানো ইলেকট্রিকের সামনে রয়েছে এলইডি হেডলাইট সহ নতুন নকশার ফ্রন্ট ফেসিয়া, ডিআরএল এবং রুফ র‍্যাক বরাবর বৃহৎ লাইট বার। অরিজিনাল টাটা ন্যানো’র উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে নয়া ভার্সনটি। চওড়া বডি কিট এবং মাটি থেকে উঁচু অফ-রোড সাসপেনশন, এসইউভি মডেলের স্বাদ দেবে।

ফাইভ-স্পোক অ্যালয় হুইল সমেত যে কোন ধরনের রাস্তায় চলার জন্য উপযুক্ত টায়ার দেওয়া হয়েছে। Tata Nano Electric-এর দুইপাশের ডিজাইনে পরিবর্তন ঘটানো হয়েছে। এটিকে দুই দরজা ভার্সনে দেখানো হয়েছে। অনেকেই মনে করছেন টাটা তাদের এই গাড়িটির ইলেকট্রিক ভার্সন শীঘ্রই লঞ্চ করবে। ইভি ড্রাইভট্রেন দিতে এতে X3 প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে। যদি এটি বাজারে আনা হয়, তবে সস্তার ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে আলোড়ন জাগাবে মডেলটি।