আকর্ষণীয় ডিসকাউন্ট আর এক্সচেঞ্জ অফার নিয়ে হাজির Renault, প্রায় লাখ টাকা কমে কেনার সুযোগ
বিভিন্ন মডেলের ওপর একগুচ্ছ ছাড় নিয়ে হাজির ফরাসী গাড়ি নির্মাতা রেনো (Renault)। সংস্থার মডেল ভেদে ৯৪,০০০ টাকা পর্যন্ত ছাড়...বিভিন্ন মডেলের ওপর একগুচ্ছ ছাড় নিয়ে হাজির ফরাসী গাড়ি নির্মাতা রেনো (Renault)। সংস্থার মডেল ভেদে ৯৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। Triber, Kwid এবং Kiger-এ ক্যাশ ডিসকাউন্ট ছাড়াও মিলছে লয়্যালিটি বেনিফিট ও এক্সচেঞ্জ বোনাস। তবে শর্তাবলীর কারণে অঞ্চলভেদে অফারগুলি ভিন্ন হতে পারে। রেনোর ওয়েবসাইটে গাড়ি বুকিং করার যেমন সুবিধা মিলছে, তেমনই পাওয়া যাবে হোম ডেলিভারি। কোন গাড়িতে কত ছাড়, এক নজরে দেখে নেওয়া যাক সেটা।
Renailt Kwid
রেনো কুইড-এর ২০২১ সালের মডেলে ৮২,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট। ৩৭,০০০ টাকা পর্যন্ত লয়্যালিটি বোনাস। এবং সর্বাধিক ১০,০০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট। হ্যাচব্যাকটির দাম ৪.৬২ লক্ষ টাকা থেকে শুরু হলেও ডিসকাউন্টের পর এই গাড়ি কেনা অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে।
Renault Kiger
এই গাড়ি লঞ্চের পর ভারতে রেনোর ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল। বাজারে পা রাখার পর থেকে ভালই বিক্রি হচ্ছে রেনো কিগার। দুটি পেট্রল ইঞ্জিন অপশনে উপলভ্য এই কম্প্যাক্ট এসইউভি। একটি হল ১.০ লিটার টার্বো পেট্রল ও অপরটি ১.০ লিটার ন্যাচারালি এসপিরেটেড পেট্রল ইঞ্জিন। এই গাড়ির উপরে ৫৫,০০০ টাকার বিশেষ লয়্যালিটি বেনিফিট দিচ্ছে রেনো। এছাড়াও ১০,০০০ টাকা কর্পোরেট অফার বা রুরাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ১০,০০০ টাকা এক্সচেঞ্জ অফার। সব মিলিয়ে রেনো কিগারে মোট ৭৫,০০০ টাকা ডিসকাউন্ট উপলব্ধ। গাড়িটির দাম ৫.৯৯ লাখ টাকা থেকে শুরু।
Renault Triber
কম দামে সাত আসনযুক্ত গাড়ি হিসাবে রেনো ট্রাইবার মধ্যবিত্তদের মধ্যে দারুণ জনপ্রিয়। এই বাজেট MPV গাড়ির ওপর সর্বোচ্চ ৯৪,০০০ টাকার ছাড় উপলব্ধ তার মধ্যে রয়েছে ৪০,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড়৷ ৪৪,০০০ টাকা অব্দি লয়্যালিটি বেনিফিট। এছাড়াও স্ক্র্যাপেজ পলিসির আওতায় পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন ট্রাইবার কিনলে ১০,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলতে পারে। যদিও এই গাড়ির লিমিটেড এডিশন মডেলে মিলবে ৪৪,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং সঙ্গে এক্সচেঞ্জ অফার যুক্ত করলে মোট ৫৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ট্রাইবার-এর দাম শুরু ৫.৯৯ লাখ টাকা থেকে।