Renault ভারতে 9 লক্ষ গাড়ি বিক্রির নজির ছুঁল, 90% মডেলই এ দেশে উৎপাদনের টার্গেট
ভারতে গাড়ি ব্যবসায় নতুন সাফল্যের কথা ঘোষণা করল ফরাসি অটোমোবাইল কোম্পানি রেনো (Renault)। এদেশে ব্যবসার ১১ বছরের মাথায়...ভারতে গাড়ি ব্যবসায় নতুন সাফল্যের কথা ঘোষণা করল ফরাসি অটোমোবাইল কোম্পানি রেনো (Renault)। এদেশে ব্যবসার ১১ বছরের মাথায় ৯ লক্ষ বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে সংস্থাটি। বর্তমানে তাদের লাইনআপে রয়েছে – Kwid, Kiger ও Triber। এই সফলতার জন্য নিয়মিত গাড়িতে আপডেট দেওয়া, নেটওয়ার্কের সম্প্রসারণ, প্রযুক্তির উদ্ভাবন এবং ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পরিষেবা প্রদানকে কৃতিত্ব দিয়েছে রেনো।
Renault ভারতে ৯ লক্ষ গাড়ি বিক্রির মাইলস্টোন স্পর্শ করল
বর্তমানে ভারতে রেনোর 450-এর বেশি সেলস এবং ৫৩০-এর অধিক সার্ভিস টাচপয়েন্ট রয়েছে। ক্রেতাদের পরিষেবা প্রদানের গন্ডি প্রসারিত করতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানে অংশগ্রহণ বাড়াতে গাড়ির ৯০% স্থানীয়করণের কাজ চালাচ্ছে তারা। এই প্রসঙ্গে রেনো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভেঙ্কটরাম মামিল্লাপাল্লে বলেন, “ব্যাপকভাবে স্থানীয়করণ বাড়ানোর মাধ্যমে ভারতের জন্য আমদের দৃঢ় পরিকল্পনা রয়েছে।”
রেনোর Kiger এবং Triber – এই গাড়ি জোড়া প্রাপ্তবয়স্ক যাত্রীদের ক্ষেত্রে গ্লোবাল এনক্যাপ (Global NCAP) ক্র্যাশ টেস্টে চার তারা সহ উত্তীর্ণ হয়েছে। প্রথমটিতে রয়েছে একটি ১.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। যার মাইলেজ ২০.৬২ কিলোমিটার/লিটার। আর Triber-এ উপস্থিত একটি ১.০ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৭২ পিএস শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন হয়।
ব্র্যান্ডের সবচেয়ে সস্তা মডেল Kwid সম্প্রতি ভারতের অন্যতম বেস্ট-সেলিং হাতফেরতা গাড়ির তকমা জিতেছে। সংস্থার দাবি ৪,৬৯,৫০০ টাকা এক্স-শোরুম মূল্যের গাড়িটির বর্তমানে ৯৫ শতাংশ স্থানীয়করণ করা হয়। ২০২৩-এর শুরুতে নতুন নির্গমন এবং সুরক্ষাবিধি মেনে রেনো তাদের লাইনআপে আপডেট দিয়েছিল। BS6 Phase 2-এর সাথে যোগ হয়েছে ইএসপি, হিল স্টার্ট অ্যাসিস্ট, ট্রাকশন কন্ট্রোল এবং টিপিএমএস-এর মত সুরক্ষা ফিচার।