জানুয়ারিতে বাম্পার অফার, এই গাড়িগুলিতে 65,000 টাকা ছাড় দিচ্ছে Renault, দেরি করলে লোকসান

ফরাসি গাড়ি নির্মাতা রেনো (Renault) ভারতে তাদের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের উপর আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল। বলা হয়েছে,...
SUMAN 13 Jan 2023 2:10 PM IST

ফরাসি গাড়ি নির্মাতা রেনো (Renault) ভারতে তাদের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের উপর আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করল। বলা হয়েছে, বছরের প্রথম মাস অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত রেনোর গাড়ি কিনলে সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এই অফারের মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ এবং কর্পোরেট বেনিফিট। তবে অঞ্চল এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অফারের লভ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Renault Triber

তালিকার প্রথমেই রয়েছে Renault Triber। কারণ এই মডেলটিতে বর্তমানে সর্বাধিক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার পরিমাণ ৬০,০০০ টাকা। যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কয়েকটি মডেলে ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ১২,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। অধিকন্তু কৃষক, পঞ্চায়েত প্রধান এবং কর্মীরা অতিরিক্ত পাঁচ হাজার টাকার রুরাল বেনিফিট পেয়ে যাবেন। তবে এর জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করতে হবে। আবার পুরনো গাড়ি বদলে এটি কিনলে সর্বাধিক ১০,০০০ টাকার স্ক্র্যাপেজ রিলিভ দেওয়া হবে। এছাড়া Triber-এ রয়েছে ৪৭,০০০ টাকা পর্যন্ত লয়ালটি বেনিফিট।

Renault Kiger

জানুয়ারিতে Renault Kiger কিনলে সর্বোচ্চ ৪৫,০০০ টাকার বেনিফিট মিলবে। যার মধ্যে আছে ১৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট, এক্সচেঞ্জ বেনিফিট বাবদ ২০,০০০ টাকা এবং কর্পোরেট বেনিফিট বাবদ ১২,০০০ টাকা। তবে এই অফার কয়েকটি নির্দিষ্ট ভ্যারিয়েন্টে উপলব্ধ। এতেও স্ক্র্যাপেজ রিলিভ হিসেবে পাওয়া যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট। এছাড়া Kiger-এ রয়েছে সর্বোচ্চ ৫৭,০০০ টাকার লয়ালটি বেনিফিট।

Renault Kwid

এন্ট্রি লেভেল হ্যাচব্যাক গাড়ি Renault Kwid কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৪০,০০০ টাকার সুযোগ-সুবিধা। যার মধ্যে কয়েকটি নির্দিষ্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বেনিফিট বাবদ ১৫,০০০ টাকার আর্থিক ছাড়। এছাড়াও সংস্থাটি গাড়িটির সমস্ত ভ্যারিয়েন্টে ১২,০০০ টাকার কর্পোরেট বেনিফিট দেওয়ার কথা ঘোষণা করেছে। গ্রামাঞ্চলের ক্রেতারা ৫,০০০ টাকার ডিসকাউন্ট এবং স্ক্র্যাপেজ রিলিভ হিসেবে ১০,০০০ টাকা পেয়ে যাবেন। এছাড়া Kwid-এ দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৩৯,০০০ টাকার লয়ালটি বেনিফিট।

Show Full Article
Next Story