Renault-এর বাম্পার ছাড়, 65,000 টাকা অব্দি সস্তায় মিলছে গাড়ি, অফার শুধু এই মাসে
১৫ আগস্ট, মঙ্গলবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিন উপলক্ষে বিভিন্ন সংস্থা...১৫ আগস্ট, মঙ্গলবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিন উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য নানা রকমের আকর্ষণীয় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়। ই-কমার্স সাইট থেকে শুরু করে শপিং মল কিংবা গাড়ির বাজারেও লেগে থাকে অফারের হিড়িক। ক্রেতা টানতে এমনই আকর্ষণীয় ছাড় ঘোষণা করল রেনো ইন্ডিয়া (Renault India)। ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট এবং লয়ালিটি বোনাস বাবদ ৬৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে সংস্থার গাড়িতে। অফার চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত।
তবে মনে রাখবেন, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে শোরুমে অফার সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে। চলুন চটপট দেখে নেওয়া যাক রেনোর কোন মডেলে কতটা ডিসকাউন্ট থাকছে এই মাসে।
Renault Kwid
সংস্থার এন্ট্রি লেভেল মডেল Kwid এর উপর সর্বোচ্চ ৪৫,০০০ টাকা পর্যন্ত বেনিফিট মিলবে। এর মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার নগদে ছাড়, ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ১০,০০০ টাকার লয়ালটি বোনাস। Maruti Alto K10 এর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী Kwid গাড়িতে আছে ১.০ লিটারের পেট্রো ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৮ এইচপিএবং সর্বাধিক ৯১ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। সাথে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।
Renault Triber
ভারত পরিবারতান্ত্রিক দেশ হওয়ায় ৬ কিংবা ৭ সিটার মাল্টিপারপাস ভেহিকেলের চাহিদা যথেষ্ট। Renault Triber সাত সিট যুক্ত তেমনই এক গাড়ি। আবার তৃতীয় সারির সিট গুলি বন্ধ করে অতিরিক্ত মালপত্র বহন করা সম্ভব। একে চালিকাশক্তি প্রদান করে ৭২ এইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপাদনকারী ১.০ লিটারের তিন সিলিন্ডার যুক্ত পেট্রল ইঞ্জিন। ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের অপশন রয়েছে এতে। চলতি মাসে এই গাড়িটির উপর ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার লয়ালটি বোনাস এবং ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট ৪০,০০০ টাকা পর্যন্ত খরচ বাঁচতে পারবেন আপনি।
Renault Kiger
সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী কম্প্যাক্ট এসইউভির চাহিদা আকাশ ছোঁয়া। এই সেগমেন্টের অন্তর্গত Renault Kiger এর ডিজাইন থেকে শুরু করে বৃহদাকার কেবিন এবং বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহারিক ফিচার একে করে চলেছে যথেষ্ট আকর্ষণীয়। গ্রাহকরা তাদের পছন্দমত পাবেন দুই ধরনের ইঞ্জিন অপশন। প্রথমটি ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৭২ এইচপি এবং ৯৬ এনএম। এই ইঞ্জিনের সঙ্গে পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্সের পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে। অন্যদিকে Renault Kiger এর মধ্যে একটি টার্বো পেট্রোল ইঞ্জিনের অপশনও থাকছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০০ এইচপি শক্তি এবং সর্বাধিক ১৬০ এনএম টর্ক জেনেরেট হয়। সঙ্গে যুক্ত ট্রান্সমিশন সিস্টেমে ফাইভ স্পিড ম্যানুয়াল ও সিভিটি অটোমেটিক গিয়ার বক্স দেওয়া হয়েছে।
আগস্ট মাসে এই গাড়িটির উপরেই রেনো সবচেয়ে বেশি ডিসকাউন্টের আয়োজন করেছে। এর RXT এবং RXT টার্বো ভ্যারিয়েন্টের উপর সর্বোচ্চ ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার বিশেষ ছাড় (RXZ সংস্করণ), ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২০,০০০ টাকার লয়ালটি বোনাস মিলিয়ে Renault Kiger এর উপর মোট ৬৫,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাবেন গ্রাহকরা।