মারুতি-টাটাদের থেকেও বেশি ডিসকাউন্ট, Renault এর গাড়িতে 62,000 টাকা পর্যন্ত ছাড়

চলতি মাসে রেনো (Renault) তাদের সমস্ত গাড়িগুলির উপরেই আকর্ষণীয় ডিসকাউন্টে নিয়ে এসেছে। ফরাসি এই গাড়ি নির্মাতা তার ভারতীয় পোর্টফলিওতে থাকা মডেলগুলির উপর সর্বোচ্চ ৬২,০০০ টাকা…

চলতি মাসে রেনো (Renault) তাদের সমস্ত গাড়িগুলির উপরেই আকর্ষণীয় ডিসকাউন্টে নিয়ে এসেছে। ফরাসি এই গাড়ি নির্মাতা তার ভারতীয় পোর্টফলিওতে থাকা মডেলগুলির উপর সর্বোচ্চ ৬২,০০০ টাকা পর্যন্ত সুযোগ-সুবিধা দেবে বলে অফিশিয়াল ওয়েবসাইট মারফত জানিয়েছে। Kwid, Kiger এবং Triber- এই তিনটি গাড়ির উপরেই ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার এর সাথেই থাকছে কর্পোরেট চাকুরেদের জন্য আলাদা ছাড়ের সুযোগ। এখানে জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Renault Kwid

কুইড ভারতের সংস্থার সবচেয়ে ছোট হ্যাচব্যাক মডেল। এই মে মাসেই গাড়িটির উপরে ৫৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। এই অফার BS6 ফেজ ওয়ান মডেলের উপরেই প্রযোজ্য। আর কুইডের BS6 দ্বিতীয় ফেজের গাড়িগুলির জন্য সর্বোচ্চ ২৭,০০০ টাকার বেনিফিট থাকছে। এর মধ্যে রয়েছে এক্সচেঞ্জ বোনাস- ১০,০০০ টাকা, কর্পোরেট ডিসকাউন্ট- ১২,০০০ টাকা এবং নগদে ছাড়- ৫,০০০ টাকা।

এমনকি মফস্বল অঞ্চলের শোরুমগুলির জন্য আলাদা অতিরিক্ত ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট দেবে রেনো। অন্যদিকে এই গাড়িটির BS6 প্রথম পর্যায়ের মডেলগুলির উপর সবচেয়ে বেশি ছাড় পাবেন গ্রাহকরা। এই মডেলগুলির জন্য ২৫,০০০ টাকার ক্যাশ ডিস্কাউন্ট, ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ১২,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ও ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট প্রদান করা হবে।

Renault Kiger SUV

রেনো ইন্ডিয়ার সাবকম্প্যাক্ট এসইউভি কিগারেওাভাল ডিসকাউন্ট প্রদান করা হবে। এক্ষেত্রেও BS6 এর প্রথম পর্যায়ের অন্তর্গত মডেলগুলিতে সর্বোচ্চ ছাড় দেখতে পাওয়া যাবে, যা ৬২,০০০ টাকা। তবে দ্বিতীয় পর্যায়ের গাড়িগুলির উপর ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট এবং কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে মোট ৫২,০০০ টাকার আকর্ষণীয় বেনিফিট দেওয়া হচ্ছে। তবে সদ্য লঞ্চ হওয়া রেনো Kigar RXE ভ্যারিয়েন্ট এর উপর এই অফারগুলি উপলব্ধ নয়। রেনো কিগার এর প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে Nissan Magnite।

Renault Triber

আমাদের দেশের ৬/৭ সিট যুক্ত মাল্টিপারপাস ভেইকেল এর মধ্যে সর্বাধিক বিক্রিত গাড়ি হল রেনো ট্রিবার। এই গাড়িটির BS6 ফেজ ওয়ান মডেলের (২০২২) উপর সর্বোচ্চ ডিসকাউন্ট রয়েছে ৬২,০০০ টাকা পর্যন্ত। আর ২০২৩ মডেলে থাকছে ৫২,০০০ টাকার সুযোগ-সুবিধা। আর বিএস-৬ ফেজ টু মডেলে (২০২৩) সর্বোচ্চ ৪২,০০০ টাকা ছাড় মিলছে।