ডিসেম্বরে এই 7-সিটার গাড়ি 75 হাজার টাকা ডিসকাউন্টে, 19 কিমি মাইলেজ সহ রয়েছে 4 টি এয়ারব্যাক

2024 সালের ডিসেম্বরে Renault Triber কিনলে 35,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট ও 25,000 টাকা পর্যন্ত লয়্যালটি বোনাস পাওয়া যাবে।

Suman Patra 8 Dec 2024 3:57 PM IST

আপনি যদি ডিসেম্বরে নতুন 7-সিটার গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সুখবর। আসলে Renault চলতি মাসে তাদের জনপ্রিয় MPV Triber গাড়ির উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। অটোকার ইন্ডিয়ায় রিপোর্ট অনুসারে, Renault Triber চলতি ডিসেম্বর মাসে সর্বোচ্চ 75,000 টাকা ছাড়ে কেনা যাবে। ভারতের বাজারে ট্রাইবার গাড়ির প্রতিদ্বন্দ্বী হল মারুতি সুজুকি এরটিগা এবং টয়োটা ইনোভা ইত্যাদি।

Renault Triber গাড়ির সাথে কি কি অফার পাওয়া যাবে

2024 সালের ডিসেম্বরে রেনল্ট ট্রাইবার কিনলে 35,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট ও 25,000 টাকা পর্যন্ত লয়্যালটি বোনাস পাওয়া যাবে।

গাড়ির ইঞ্জিন ও মাইলেজ

রেনল্ট ট্রাইবার গাড়ি 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। ইঞ্জিনটি সর্বোচ্চ 71 বিএইচপি পাওয়ার এবং 96 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিকে 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত করা হয়েছে। রেনো ট্রাইবার প্রতি লিটারে 18 থেকে 19 কিমি মাইলেজ দেবে দাবি করেছে সংস্থা। রেনো ট্রাইবারের প্রারম্ভিক মূল্য 6 লক্ষ টাকা এবং এর টপ মডেলের দাম 8.69 লক্ষ টাকা।

রেনো ট্রাইবারের দাম কত?

রেনো ট্রাইবারে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সহ একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। সাথে আছে 7 ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, এসি ভেন্ট, পুশ বাটন স্টার্ট-স্টপ এবং সেন্টার কনসোলে কুলড স্টোরেজের মতো ফিচার। এছাড়াও রেনো ট্রাইবারে রয়েছে 4 টি এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর সঙ্গে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

ডিসক্লেইমার: ডিলার ও জায়গার ভিত্তিতে ডিসকাউন্টের পরিমাণ পরিবর্তন হতে পারে।

Show Full Article
Next Story