ইলেকট্রিক বাইকের বাজার কাঁপাবে Revolt AW1, 150 কিমি মাইলেজের সঙ্গে লঞ্চ হচ্ছে আগামীকাল

ভারতের শীর্ষস্থানীয় ই-বাইক নির্মাতা Revolt Motors আগামীকাল একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের কথা আগেই ঘোষণা করেছে।...
SUMAN 16 Sept 2024 1:26 PM IST

ভারতের শীর্ষস্থানীয় ই-বাইক নির্মাতা Revolt Motors আগামীকাল একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের কথা আগেই ঘোষণা করেছে। নয়া মডেলটির নাম, স্পেসিফিকেশন, ডিজাইন বা ফিচার্স কেমন হবে, সে বিষয়ে এখনও অবশ্য কিছু জানায়নি সংস্থা। তবে অফিশিয়াল লঞ্চের আগেরদিনই বৈদ্যুতিক বাইকটির প্রচুর খুঁটিনাটি ফাঁস হয়ে গিয়েছে।

অনলাইনে লিক হওয়া ডকুমেন্ট থেকে জানা গিয়েছে, বর্তমান RV400 সিরিজের বাইকের থেকে আপকামিং মডেলটি দেখতে সম্পূর্ণ আলাদা হবে। ই-বাইকটিকে Revolt AW1 নামে ডাকা হতে পারে এবং ব্র্যান্ড নিউ ডিজাইন ও বডিওয়ার্ক থাকবে। এতে চেইন ড্রাইভ সিস্টেম, লম্বা সিট, ও রিভার্স মোড ফিচার মিলবে।

Revolt AW1 একটি ২ কিলোওয়াট আওয়ার মোটর দ্বারা পরিচালিত হবে। ব্যাটারি অপশন থাকবে দু'টি - ২.২ কিলোওয়াট আওয়ার এবং ৩.২ কিলোওয়াট আওয়ার। প্রথমটি ১০০ কিলোমিটারের কাছাকাছি রাইডিং রেঞ্জ দেবে এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টটি ফুল চার্জে ১৫০ কিলোমিটার ছুটতে পারবে।

Revolt AW1

আরও পড়ুন : Xiaomi, Samsung, OnePlus-দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল সিসিআই

ইলেকট্রিক বাইকটিতে মেইন স্ট্যান্ড, লেগ গার্ড, ও গ্রাব রেল পাওয়া যাবে। এছাড়া, ডিস্ক ব্রেক, ডার্ক ভাইজার, ও টেলিস্কোপিক ফর্ক থাকবে। বর্তমানে RV400 বিক্রি হচ্ছে ১.২৭ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। Revolt AW1 বাইকটির বেস ভ্যারিয়েন্টের দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন : ৫০০০ টাকা কমে কিনুন বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের স্মার্টফোন Realme GT 6T 5G

Show Full Article
Next Story