বিনা পয়সায় কিনুন ইলেকট্রিক বাইক, ফুল চার্জে 150 কিমি চালান, বাম্পার অফার নিয়ে হাজির Revolt

জিরো ডাউনপেমেন্টে নতুন ইলেকট্রিক বাইক বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে রিভল্ট মোটরস। ‘চার চৌকে’ নামে একটি অফার নিয়ে এসেছে তারা। যেখানে সংস্থার আরভি৪০০ বৈদ্যুতিক মোটরসাইকেলটি…

জিরো ডাউনপেমেন্টে নতুন ইলেকট্রিক বাইক বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে রিভল্ট মোটরস। ‘চার চৌকে’ নামে একটি অফার নিয়ে এসেছে তারা। যেখানে সংস্থার আরভি৪০০ বৈদ্যুতিক মোটরসাইকেলটি জিরো ডিউনপেমেন্ট ও ৪,৪৪৪ টাকার মাসিক কিস্তিতে কেনার সুযোগ দেওয়া হচ্ছে। ফাইন্যান্স পার্টনারদের সঙ্গে হাত মিলিয়ে এই অফার এনেছে রিভল্ট।

সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যাসেল-ফ্রি, পেপারলেস ডিজিটাল প্রসেসে ক্রেতাদের কাছে এই আর্থিক স্কিম উপলব্ধ হবে। এটি একটি পেট্রল বাইকের তুলনায় ই-বাইকটিকে একপ্রকার ফ্রি করে তুলেছে। জ্বালানি খরচ হবেই না। শুধু ইএমআই-তে যা ব্যয় হবে গ্রাহকদের। জানিয়ে রাখি, রিভল্ট আরভি৪০০ দেশের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। ১২৫ সিসির পেট্রল চালিত বাইকের বিকল্প হিসাবে একে তুলে ধরা হয়েছে।

এই ই-বাইক দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ – আরভি৪০০ এবং আরভি৪০০ বিআরজেড। প্রথমটির দাম ১.৫০ লক্ষ ও দ্বিতীয়টির মূল্য ১.৪৩ লক্ষ (এক্স-শোরুম)। মে মাসে দুই মডেলের দাম ৫,০০০ টাকা কমানো হয়েছিল। এছাড়া, সংস্থার তরফে অতিরিক্ত ১৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আরভি৪০০ এবং আরভি৪০০ বিআরজেড একই ডিজাইন ও পাওয়ারট্রেন সহ এসেছে। ই-বাইকটিতে ৩.২৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জে ১৫০ কিলোমিটার পথ চলার শক্তি জোগায়। পাওয়ার আসে ৪ বিএইচপি মিড-ড্রাইভ মোটর থেকে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ০-১০০ শতাংশ সময় লাগে। কোম্পানি ৫ বছর/৭৫,০০০ কিলোমিটার (যেটা আগে হবে) ওয়ারেন্টি অফার করছে।