প্রতিবেশী দেশে মিলবে AI প্রযুক্তির আধুনিক বাইক! বড় চমক নিয়ে হাজির ভারতীয় সংস্থা

শ্রীলঙ্কায় RV400 ও RV400 BRZ নামে দুই ইলেকট্রিক বাইক লঞ্চ করবে Revolt Motors।

Revolt Motors Enter Srilanka

ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তির ইলেকট্রিক বাইক নির্মাতা Revolt Motors শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করল। প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে স্থানীয় সংস্থা Evolution Auto-র সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করবে তারা। ভারতের বাইরে প্রথম আর্ন্তজাতিক বাজার হিসাবে শ্রীলঙ্কায় পা রেখেছে রিভল্ট। প্রথম পর্যায়ে সেখানে ১৫টি ডিলারশিপ চালুর পরিকল্পনা রয়েছে সংস্থার।

শ্রীলঙ্কায় RV400 ও RV400 BRZ নামে দুই ইলেকট্রিক বাইক লঞ্চ করবে Revolt। এগুলি ভারতেও বিক্রি হয়। উভয় মডেলে ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক বর্তমান, যা কম গতিতে অর্থাৎ ইকো মোডে চালালে ১৫০ কিলোমিটার সফর করে। তবে নর্মাল ও ইকো মোডে রেঞ্জ কমে যথাক্রমে ১০০ কিলোমিটার এবং ৮০ কিলোমিটার হয়।

Revolt RV400 রেঞ্জের ব্যাটারি ৪.৫ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। বৈদ্যুতিক বাইকটিতে শক্তি জোগায় ৪ হর্সপাওয়ারের মিড-ড্রাইভ মোটর। এতে রিজেনারেটিভ ব্রেকিং, কম্বাইন্ড ব্রেকিং, সাইড-স্ট্যান্ড কাট-অফ ফাংশন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে। মডেল দু’টির মধ্যে পার্থক্য অতিরিক্ত কালার স্কিম এবং স্মার্টফোন কানেক্টিভিটিতে।

আরও পড়ুন: পুজোয় ঘুরুন জমকালো বাইকে, Yamaha R15M MotoGP এডিশন লঞ্চ হল ভারতে

উল্লেখ্য, Revolt আগামীকাল AW1 নামে একটি নতুন কমিউটার ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করছে ভারতে। অনলাইনে ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে, ডিজাইনের নিরিখে RV400 সিরিজের থেকে নয়া মডেলটি সম্পূর্ণ আলাদা হবে। ২ কিলোওয়াট আওয়ার মোটর থাকবে এতে। সঙ্গে ২.২ কিলোওয়াট আওয়ার এবং ৩.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশন মিলবে। প্রথমটি থেকে প্রায় ১০০ কিলোমিটার রাইডিং রেঞ্জ পাওয়া যাবে এবং দ্বিতীয়টি এক চার্জে ১৫০ কিলোমিটার ছুটতে পারবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন