পালসার-অ্যাপাচিকে টেক্কা দিয়ে বাজার দখলে আসছে নতুন Electric Bike, লঞ্চ 17 সেপ্টেম্বর

দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-টুইলার নির্মাতা Revolt আগামী ১৭ সেপ্টেম্বর একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করল। লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও…

Revolt New Electric Motorcycle Launch On September 17

দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-টুইলার নির্মাতা Revolt আগামী ১৭ সেপ্টেম্বর একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করল। লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ী। জানিয়ে রাখি, রিভল্ট বর্তমানে দু’টি ই-বাইক বিক্রি করছে – RV400 ও RV400 BRZ। তবে নতুন মডেলটি কেমন হবে, সেই বিষয়ে আপাতত কিছু জনায়নি তারা।

Revolt RV400 BRZ

দুই ইলেকট্রিক বাইকের মধ্য এটি সবথেকে সস্তা। বর্তমানে দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ইকো মোডে ১৫০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করে। তবে নর্মাল মোড ও ইকো মোডে রেঞ্জ কমে দাঁড়াবে যথাক্রমে ১০০ কিলোমিটার এবং ৮০ কিলোমিটারে।

আরও পড়ুন : পুজোয় নতুন ফোন নেবেন, জেনে নিন Vivo V40 Pro ও OnePlus 12R-এর মধ্যে সেরা কোনটা

ব্যাটারি ফুল চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় লাগে। বাইকটির পাওয়ার জেনারেট করে ৪ হর্সপাওয়ারের মিড-ড্রাইভ মোটর। ফিচার্সের মধ্যে রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং, কম্বাইন্ড ব্রেকিং, সাইড-স্ট্যান্ড কাট-অফ ফাংশন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রভৃতি।

Revolt RV400

Revolt RV400 মডেলটি BRZ ভার্সনের মতোই এক ডিজাইনের। চ্যাসিস, স্পেসিফিকেশন, হার্ডওয়্যার কম্পোনেন্টের দিক থেকে অভিন্ন। অতিরিক্ত কালার স্কিম ও মোবাইল অ্যাপ্লিকেশন কানেক্টিভিটি ফিচার্সের অর্ন্তভুক্তি একে প্রথম মডেল থেকে আলাদা করেছে। Revolt RV400 কিনতে এখন খরচ হবে ১.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন : পকেট ফ্রেন্ডলি দামে সুন্দর ফোন আনছে Samsung, থাকবে ট্রিপল ক্যামেরা

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন