পালসার-অ্যাপাচিকে টেক্কা দিয়ে বাজার দখলে আসছে নতুন Electric Bike, লঞ্চ 17 সেপ্টেম্বর
দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-টুইলার নির্মাতা Revolt আগামী ১৭ সেপ্টেম্বর একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করল। লঞ্চ...দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-টুইলার নির্মাতা Revolt আগামী ১৭ সেপ্টেম্বর একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করল। লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ী। জানিয়ে রাখি, রিভল্ট বর্তমানে দু'টি ই-বাইক বিক্রি করছে - RV400 ও RV400 BRZ। তবে নতুন মডেলটি কেমন হবে, সেই বিষয়ে আপাতত কিছু জনায়নি তারা।
Revolt RV400 BRZ
দুই ইলেকট্রিক বাইকের মধ্য এটি সবথেকে সস্তা। বর্তমানে দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ইকো মোডে ১৫০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করে। তবে নর্মাল মোড ও ইকো মোডে রেঞ্জ কমে দাঁড়াবে যথাক্রমে ১০০ কিলোমিটার এবং ৮০ কিলোমিটারে।
আরও পড়ুন : পুজোয় নতুন ফোন নেবেন, জেনে নিন Vivo V40 Pro ও OnePlus 12R-এর মধ্যে সেরা কোনটা
ব্যাটারি ফুল চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় লাগে। বাইকটির পাওয়ার জেনারেট করে ৪ হর্সপাওয়ারের মিড-ড্রাইভ মোটর। ফিচার্সের মধ্যে রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং, কম্বাইন্ড ব্রেকিং, সাইড-স্ট্যান্ড কাট-অফ ফাংশন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্রভৃতি।
Revolt RV400
Revolt RV400 মডেলটি BRZ ভার্সনের মতোই এক ডিজাইনের। চ্যাসিস, স্পেসিফিকেশন, হার্ডওয়্যার কম্পোনেন্টের দিক থেকে অভিন্ন। অতিরিক্ত কালার স্কিম ও মোবাইল অ্যাপ্লিকেশন কানেক্টিভিটি ফিচার্সের অর্ন্তভুক্তি একে প্রথম মডেল থেকে আলাদা করেছে। Revolt RV400 কিনতে এখন খরচ হবে ১.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
আরও পড়ুন : পকেট ফ্রেন্ডলি দামে সুন্দর ফোন আনছে Samsung, থাকবে ট্রিপল ক্যামেরা