Revolt BRZ: 4.5 ঘন্টা চার্জ দিলেই 150 কিমি ছুটবে, দুর্দান্ত ইলেকট্রিক বাইক লঞ্চ হল দেশে

ক'বছর আগে দেশের প্রথম AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ইলেকট্রিক বাইক লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল রিভোল্ট মোটরস (Revolt...
SUMAN 23 Jan 2024 2:55 PM IST

ক'বছর আগে দেশের প্রথম AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ইলেকট্রিক বাইক লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল রিভোল্ট মোটরস (Revolt Motors)। যার নাম ছিল RV400। আকর্ষণ বজায় রাখতে প্রতি বছরই নিয়ম করে ই-বাইকটিতে আপডেট দেয় তারা। নতুন বছরেও তার অন্যথা হল না। আজ বৈদ্যুতিক বাইকটির নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল। যার নাম RV400 BRZ। দাম রাখা হয়েছে ১.৩৪ লাখ টাকা (এক্স-শোরুম)।

Revolt RV400 BRZ ইলেকট্রিক বাইক লঞ্চ হল

Revolt RV400 BRZ পাঁচটি রঙের বিকল্পে এসেছে– লুনার গ্রে, প্যাসিফিক ব্লু, ডার্ক সিলভার, রেবেল রেড ও কসমিক ব্ল্যাক। শক্তির উৎস হিসাবে একটি ৭২ ভোল্ট, ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। তিনটি রাইডিং মোড বাইকটিতে পাওয়া যাবে – ইকো, নরমাল এবং স্পোর্ট। এগুলি ফুল চার্জে যথাক্রমে ১৫০ কিমি, ১০০ কিমি ও ৮০ কিমি টানা চলতে পারবে বলে দাবি করা হয়েছে।

বাড়িতে ব্যাটারিটি তিন ঘন্টায় ৭৫% এবং ৪.৫ ঘন্টায় একশো শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে রিভোল্ট। Revolt RV400 BRZ রিজেনারেটিভ ব্রেকিং অফার করে। বাইকটিতে কম্বি ব্রেকিং সিস্টেম, সাইড স্ট্যান্ড কাট অফ এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিলবে। এই ডিসপ্লেতে ভেসে উঠবে স্পিড, ব্যাটারি লেভেল, রাইডিং মোড এবং টেম্পারেচার।

নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চের প্রসঙ্গে সংস্থার এক অধিকর্তা বলেন, “নতুন BRZ ভ্যারিয়েন্ট রাইডারদের চাহিদা ও পছন্দ সম্পর্কে আমাদের গভীর অধ্যয়নের ফল। Revolt RV400-এর মাধ্যমে আমরা এমন একটি রাইড অফার করছি, যা স্টাইল এবং স্বাচ্ছন্দ্যকে একত্রিত করে।"

Show Full Article
Next Story