Revolt RV400: ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হল, 150 কিমি মাইলেজ, দামে চমক

৫০ ওভারের বিশ্বকাপ ঘিরে মানুষের উন্মাদনার অন্ত নেই। তার উপর প্রথম তিনটি ম্যাচে জয় ভারতীয়দের খুশি দ্বিগুণ করেছে।...
SUMAN 18 Oct 2023 11:34 AM IST

৫০ ওভারের বিশ্বকাপ ঘিরে মানুষের উন্মাদনার অন্ত নেই। তার উপর প্রথম তিনটি ম্যাচে জয় ভারতীয়দের খুশি দ্বিগুণ করেছে। এমতাবস্থায় দেশের অন্যতম সাড়া জাগানো ইলেকট্রিক মোটরসাইকেল Revolt RV400-এর ‘ক্রিকেট স্পেশাল এডিশন’ লঞ্চ করল রিভল্ট মোটরস (Revolt Motors)। বিশেষ সংস্করণের এই ই-বাইকটির দাম ১.৫৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করেছে। এটি ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে। RV400-এর এই ভার্সনটি ভারতীয় ক্রিকেট দলের জার্সির নীল রঙ দ্বারা শোভিত করা হয়েছে।

Revolt RV400-এর ‘ক্রিকেট স্পেশাল এডিশন’ : খুঁটিনাটি

Revolt RV400 ইন্ডিয়া ব্লু স্পেশাল এডিশন আগামী ২৪ অক্টোবর অর্থাৎ দশমীর দিন থেকে কেনা যাবে বলে জানিয়েছে কোম্পানি। আবার উৎসবের মরসুম উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য স্পেশাল এডিশনটি বিশেষ ছাড় সহ কেনা যাবে। সেক্ষেত্রে এর দাম পড়বে ১.৪০ লাখ টাকা। দিল্লিতে ১৬,০০০ টাকা রাজ্য সরকারের ভর্তুকি এবং ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস যোগ হওয়ায় ই-বাইকটির দর নেমে এসেছে ১.১৯ লাখে।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩-এ নতুন চমক হিসেবে বাজারে এসেছে এই ব্লু-শেডের RV400। এতে প্রিমিয়াম লুক ফুটিয়ে তুলতে গ্লস ফিনিশিং দেওয়া হয়েছে। এটি এবছর দ্বিতীয় স্পেশাল এডিশন হিসেবে হাজির হয়েছে। এর আগে RV400-এর স্টিল্থ ব্ল্যাক পেইন্ট স্কিম হাজির করা হয়েছিল।

প্রসঙ্গত, RV400-এর ‘ক্রিকেট স্পেশাল এডিশন’-এর কারিগরিতে কোনরকম বদল ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ৩ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটরে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। বেল্ট ড্রাইভের মাধ্যমে রিয়ার হুইলে শক্তি সঞ্চারিত হয়। প্রতি ঘন্টায় ই-মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার এবং ফুল চার্জে এটি ১৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। RV400-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় লাগে।

Show Full Article
Next Story