Revolt RV 400: ফুল চার্জে 156 কিমি, দেশের প্রথম AI চালিত ইলেকট্রিক বাইকের বুকিং শুরু হচ্ছে, কিনবেন?
রতনইন্ডিয়া (RattanIndia) গোষ্ঠীর মালিকানাধীন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) কোম্পানি রিভল্ট মোটরস (Revolt Motors) সোমবার দেশের...রতনইন্ডিয়া (RattanIndia) গোষ্ঠীর মালিকানাধীন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) কোম্পানি রিভল্ট মোটরস (Revolt Motors) সোমবার দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিচালিত বৈদ্যুতিক মোটরসাইকেল RV 400-এর নতুন করে বুকিং চালুর কথা ঘোষণা করল। ভারতের প্রথম মর্ডান ইলেকট্রিক মোটরসাইকেল হিসাবে বাজারে আসা Revolt RV 400 সোয়াপেবল ব্যাটারি প্যাক সহ উপলব্ধ। একে পারফরম্যান্সের দিক থেকে একটি ১২৫ সিসি পেট্রল চালিত বাইকের সমতুল্য বলে দাবি করেছে রিভল্ট।
Revolt RV 400 বুকিংয়ের খুঁটিনাটি
একটি বিবৃতি প্রকাশ করে রিভল্ট জানিয়েছে, আগামী বুধবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি থেকে আরভি ৪০০-এর বুকিং শুরু হচ্ছে। বাইকটি অর্ডার করতে লাগছে ২,৪৯৯ টাকা। ২০২৩-এর ৩১ মার্চের মধ্যে বাইকটির ডেলিভারি শুরু করা হতে পারে। এতে রয়েছে একটি ৭২ ভোল্ট ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা একটি ১৫ অ্যাম্পিয়ার সকেট দ্বারা ৪.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে।
Revolt RV 400 মোটর ও রেঞ্জ
ব্যাটারির সাথে RV 400-তে সংযুক্ত একটি ৩ কিলোওয়াট মোটর, যা থেকে ৫৪ এনএম টর্ক উৎপন্ন হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত বাইকটি সিঙ্গেল চার্জে ১৫৬ কিমি পথ চলতে পারবে বলে সংস্থার দাবি। এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিমি।
Revolt RV 400 ফিচার্স
RV 400-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি ফুল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ৪জি কানেক্টিভিটি। রিভল্ট অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সাথে বাইকটি কানেক্ট করা যাবে। ফলে বাইকের ডিসপ্লে-তে যাত্রার সংরক্ষিত তথ্য, ব্যাটারি রেঞ্জ এবং নিকটবর্তী সোয়াপ স্টেশনের হদিশ ভেসে উঠবে।
সুরক্ষাজনিত বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে কিলেস ইগনিশন। এজাড়া রয়েছে ‘ইঞ্জিন নোট’, যা এতে উপস্থিত স্পিকার থেকে কৃত্রিম ইঞ্জিনের শব্দ উৎপাদন করবে। সাসপেনশন হিসেবে এতে রয়েছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার স্ক্রিউ-টাইপ প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি। আবার উভয় চাকায় রয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক।