Best Electric Bikes in India

দেশের সেরা ৫টি ইলেকট্রিক বাইক, একবার চার্জ দিলে ১৮০ কিলোমিটার ছুটবে নিশ্চিন্তে

পেট্রলের দাম দেখে বিকল্প পথে হাঁটছে অনেকে। বাজার কাঁপাতে শুরু করেছে ইলেকট্রিক বাইক। আসুন দেখে নেওয়া যাক ১.৫ লাখ টাকার কমে কিছু সেরা ইলেকট্রিক বাইক।

Suvrodeep Chakraborty 18 Dec 2024 11:39 PM IST

বাড়ছে জ্বালানির দাম, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাইকের অন-রোড প্রাইস। এই পরিস্থিতিতে অনেকেই ইলেকট্রিক বাইক বেছে নিচ্ছেন। তুখোড় লুক এবং দুর্দান্ত রেঞ্জের কারণে সাম্প্রতিক সময়ে বেশ সাড়া ফেলেছে একাধিক ইলেকট্রিক বাইক। উপরন্তু, সরকারের ভর্তুকিও ব্যাটারি চালিত বাইক উৎপাদনে উৎসাহ করছে কোম্পানিগুলিকে। এই প্রতিবেদনে ১.৫ লাখ টাকার কম কিছু সেরা ইলেকট্রিক বাইকের সন্ধান রইল।

Oben Rorr

প্রিমিয়াম ডিজাইন ও ঠাসা ফিচারের জন্য পরিচিত এই ইলেকট্রিক বাইক। কোম্পানির দাবি অনুযায়ী এটি একটি ক্যাফে রেসার ইলেকট্রিক বাইক। দাম ১.৫ লক্ষ টাকা এক্স-শোরুম। বাইকের রেঞ্জ ১৮০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা। এটি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেয় ২ ঘণ্টা।

Okaya Ferrato Disruptor

এটি একটি ফুল ফেয়ারিং ইলেকট্রিক বাইক। বাজারে এটির দাম সামান্য বেশি ১.৬ লক্ষ টাকা এক্স-শোরুম। বাইকের সর্বোচ্চ গতি ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে বাইকটি রেঞ্জ দিতে পারে ১২৯ কিলোমিটার।

Tork Kratos R

আরও একটি দারুণ পারফরম্যান্স সম্পন্ন ইলেকট্রিক বাইক টর্ক ক্রাটোস আর। এটির দাম ১.৫ লক্ষ টাকা এক্স-শোরুম। বাইকের সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফুল চার্জে রেঞ্জ ১৮০ কিলোমিটার। ২০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ১ ঘণ্টা।

Revolt RV400

রেভোল্ট-এর বাইকের সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টা। কোম্পানির দাবি অনুসারে, একবার ফুল চার্জ করলে ১৫০ কিলোমিটার যেতে পারবে বাইকটি। ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ৮০ মিনিট। বাইকটির এক্স-শোরুম দাম তালিকায় সবথেকে কম, ১.২ লক্ষ টাকা।

Hop Electric OXO

উপরের চার বাইক পছন্দ না হলেও, Hop Electric OXO সেরা বিকল্প হতে পারে আপনার জন্য। এটির দাম ১.৩৪ লক্ষ টাকা এক্স-শোরুম। বাইকের রেঞ্জ ফুল চার্জে ১৪০ কিলোমিটার। এটির সর্বোচ্চ গতি ৮৮ কিমি প্রতি ঘণ্টা। ০-৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ৪ ঘণ্টা ১৫ মিনিট।

Show Full Article
Next Story