নতুন বছর শুরু হতেই ই-স্কুটারের দামে বিশাল বদল, বাড়ল নাকি স্বস্তি দিয়ে কমল দেখে নিন

বেঙ্গালুরুতে সম্প্রতি তাদের প্রথম শোরুম উদ্বোধন করেছে ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ রিভার (River)। তার কয়েকদিনের মধ্যেই...
SUMAN 22 Jan 2024 8:01 PM IST

বেঙ্গালুরুতে সম্প্রতি তাদের প্রথম শোরুম উদ্বোধন করেছে ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ রিভার (River)। তার কয়েকদিনের মধ্যেই নিজেদের ই-স্কুটারের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। বর্তমানে সংস্থাটি তাদের একমাত্র মডেল Indie-এর দাম একলাফে ১৩,০০০ টাকা বাড়িয়েছে। ফলে এখন এটি কিনতে খরচ পড়বে ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গত বছর লঞ্চের সময় মূল্য ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। প্রথম ১,০০০ জনের হাতে এই দামে স্কুটারের চাবি তুলে দিয়েছিল কোম্পানি। ক্রেতার সংখ্যা এক হাজার পার হতেই দাম বাড়ানোর পথে হাঁটলো রিভার।

এদিকে ইন্ডির দ্বিতীয় ব্যাচের বুকিং নেওয়া শুরু করেছে রিভার। আগ্রহীক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২,৫০০ টাকার বিনিময়ে এটি বুক করতে পারবেন। তবে দ্বিতীয় ব্যাচের মডেলের ডেলিভারি কবে থেকে শুরু হচ্ছে সেই প্রসঙ্গে কোন বার্তা দেয়নি সংস্থা। অনুমান করা হচ্ছে, বেঙ্গালুরু থেকেই ডেলিভারির কর্মযজ্ঞ শুরু হবে

River Indie : স্পেসিফিকেশন

Indie একটি ৬.৭ ওয়াট ইলেকট্রিক মোটর এবং একটি ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাকে ছোটে। প্রতি ঘন্টায় এটি সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। ফুল চার্জে আবার ১২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। একটি স্ট্যান্ডার্ড চার্জার দ্বারা পাঁচ ঘন্টায় ব্যাটারিটি ৮০ শতাংশ চার্জ হয়ে যায় বলে জানিয়েছে রিভার। প্রত্যহ চলাচলের জন্য এতে রয়েছে একাধিক রাইডিং মোড। মাটি থেকে স্কুটারটির সিটের উচ্চতা ৭৭০ মিমি।

River Indie-র সামনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবজর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে এতে উপস্থিত সামনে ২৪০ মিমি এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে সিবিএস। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। স্কুটারটি তার প্র্যাকটিকাল ডিজাইন এবং বিশাল স্টোরেজ রাখার ব্যবস্থার জন্য বাহবা পেয়েছে।

Show Full Article
Next Story