দেশী মেকানিকের জাদুতে সাধারণ বাইক হয়ে যাচ্ছে Suzuki Hayabusa! বিশ্বাস হচ্ছে না? রইল ভিডিয়ো
জুগাড়ের কারণে ভারতীয়রা সমগ্র বিশ্বেই সুখ্যাত। নানাবিধ কারিকুরি দ্বারা কল্পনাতীত জিনিস তৈরি করার ক্ষেত্রে এদেশের...জুগাড়ের কারণে ভারতীয়রা সমগ্র বিশ্বেই সুখ্যাত। নানাবিধ কারিকুরি দ্বারা কল্পনাতীত জিনিস তৈরি করার ক্ষেত্রে এদেশের নাগরিকরা একটু বেশিই পটু। যানবাহনের ক্ষেত্রে সেই কেরামতির খবর সবচেয়ে বেশি শোনা যায়। এবারে তেমনই অ্যাডভেঞ্চার টুরার মোটরসাইকেল Bajaj Dominar 400-এর হালহকিকত বদলে Suzuki Hayabusa-তে বদলে সকলকে তাজ্জব করেছে এক ভারতীয় মোটর মেকানিক।
রাস্তার ধারে একটি ছোট্ট দোকানের মালিক তিনি। ইতিমধ্যেই তার তৈরি নতুন সুপারবাইক হায়াবুসার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, ওই ব্যক্তির নাম ইজহার আসরাফ। Bajaj Dominar 400-কে সুপারবাইকের রূপ দিতে, সে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন।
জানা গেছে, Dominar 400 বাইকটি ৬ মাস ধরে রাস্তার মুখ দেখেনি। এরপরই সেটির রূপ বদলানোর সিদ্ধান্ত নেন ব্যবহারকারী। পরিবর্তিত বাইকটি যাতে অবিকল Hayabusa-র ন্যায় দেখতে লাগে, সেজন্য প্রচেষ্টায় কোন খামতি রাখেনি ওই মেকানিক।
নতুন Hayabusa-র ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। এর ৩৭৩.৩ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪০ বিএইচপি শক্তির উৎপন্ন হয়। এতে উপস্থিত ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক। প্রতি লিটারে এটি ২৭ কিলোমিটার মাইলেজ প্রদান করবে। বর্তমানে Dominar 400-এর বাজার মূল্য ২.২৯ লক্ষ টাকা এবং Dominar 250-এর দাম ১.৮৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।