Rolls Royce Cullinan Series II: ভারতের সবচেয়ে মূল্যবান গাড়ি লঞ্চ হল, দাম শুনলে ঢোক গিলবেন!

Rolls Royce-এর গাড়ি মানেই আভিজাত্যের পরিচায়ক। সাধারণ কোটিপতিদের গ্যারাজে এই কোম্পানির বিলাসবহুল গাড়ি শোভা পেতে দেখা যায়। রোলস রয়েস এবার ভারতে তাদের সুপার লাক্সারি এসইউভি,…

Suman Patra 27 Sept 2024 3:57 PM IST (Updated: 29 Sept 2024 11:02 AM IST)

Rolls Royce-এর গাড়ি মানেই আভিজাত্যের পরিচায়ক। সাধারণ কোটিপতিদের গ্যারাজে এই কোম্পানির বিলাসবহুল গাড়ি শোভা পেতে দেখা যায়। রোলস রয়েস এবার ভারতে তাদের সুপার লাক্সারি এসইউভি, Cullinan নতুন সংস্করণে লঞ্চ করেছে। Cullinan Series II এবং Black Badge Cullinan Series II নামে দুই ভার্সনে এসেছে গাড়িটি।

Rolls Royce Cullinan Series II-এর দাম ১০.৫০ কোটি (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, Rolls Royce Black Badge Cullinan Series II-এর মূল্য শুরু হচ্ছে ১২.২৫ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে। রোলস রয়েস প্রচুর কাস্টমাইজেশন অফার করে। তার উপর ভিত্তি করে দাম আরও বাড়বে। আগামী ত্রৈমাসিক থেকে শুরু হবে ডেলিভারি।

রোলস-রয়েস কারের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর আইরিন নিকেইন বলেন, "ভারতে কুলিনান সিরিজ টু-এর আত্মপ্রকাশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে রোলস-রয়েসের একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০১৮ সালে প্রথম লঞ্চের পর থেকেই ক্রেতাদের আকৃষ্ট করে আসছে। কুলিনান সিরিজ টু অত্যাধুনিক প্রযুক্তি, নতুন উপকরণ, ও ডিজাইন আপডেটের মাধ্যমে বেঞ্চমার্ক স্থাপন করেছে।"

আগ্রহী গ্রাহকরা রোলস-রয়েস মোটর কার চেন্নাই এবং রোলস-রয়েস মোটর কার নিউ দিল্লিতে কুলিনান সিরিজ II এবং ব্ল্যাক ব্যাজ কুলিনান সিরিজ II বুক করতে পারবেন। গাড়িটির হৃৎপিন্ড ৬.৭৫ লিটার ভি১২ ইঞ্জিন। আগে রোলস রয়েস ব্যবহারকারীদের গড় বয়স ৫৬ হলেও, কুলিনান-এর হাত ধরে সেটা ৪৩-এ নেমে এসেছে।

Updated On: 29 Sept 2024 11:02 AM IST
Show Full Article
Next Story
Share it