ভারত থেকে শুরু করে ইউরোপ-আমেরিকা, বিশ্বজুড়ে বাইক ফেরত নিচ্ছে Royal Enfiled
সাইড ও পিছনের রিফ্লেক্টরে ত্রুটি থাকার কারণে মোটরসাইকেলের একটি ছোট ব্যাচ বাজার থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। মান অনুযায়ী রিফলেকশনের প্রয়োজনীয়তা…
সাইড ও পিছনের রিফ্লেক্টরে ত্রুটি থাকার কারণে মোটরসাইকেলের একটি ছোট ব্যাচ বাজার থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। মান অনুযায়ী রিফলেকশনের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না এবং প্রতিফলিত গুণমান প্রয়োজনের চেয়ে কম হতে পারে — এই কারণ দেখিয়ে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে তৈরি কিছু বাইকের রিফ্লেক্টর বদলে নতুন লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস (Eicher Motors) শেয়ার মার্কেটকে বাইক রিকলের কথা জানিয়েছে। ডিলারশিপ থেকেই বিনামূল্যে রিফ্লেক্টর পাল্টে দেওয়া হবে এবং ঠিক করতে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শুরু করে ধাপে ধাপে ভারত, ব্রাজিল, লাতিন আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্য বাইক রিকল করা হবে।
রয়্যাল এনফিল্ডের তরফে বলা হয়েছে, সমস্যাটি শুধুমাত্র খুব ছোট একটি ব্যাচে ধরা পড়লেও, আমরা উল্লিখিত সময়ের মধ্যে উৎপাদিত সমস্ত মোটরবাইকে প্রতিফলকগুলি সক্রিয়ভাবে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি দেশে গ্রাহকদের জন্য সম্পূর্ণ নিখরচায় পরিষেবাটি দেওয়া হবে।
জানিয়ে রাখি, রয়্যাল এনফিল্ডপ্রেমীদের জন্য আগামী কয়েক মাসে বেশ কিছু সুখবর আসবে। সংস্থা তিন থেকে চারটি নতুন মোটরসাইকের লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে Classic 650 ও Scrambler 650 নিয়ে আলোচনা সবথেকে বেশি।
সাইড ও পিছনের রিফ্লেক্টরে ত্রুটি থাকার কারণে মোটরসাইকেলের একটি ছোট ব্যাচ বাজার থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। মান অনুযায়ী রিফলেকশনের প্রয়োজনীয়তা…