পুজোর আগে বড় চমক! নতুন ব্যাটালিয়ান মোটরসাইকেল লঞ্চ করল Royal Enfield

Royal Enfield উৎসবের মরসুমে নতুন চমক নিয়ে হাজির হল। সংস্থাটি তাদের বিপুল জনপ্রিয় ভিন্টেজ মোটরসাইকেল Bullet 350 একটি আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করেছে। নয়া এই…

Royal Enfield Bullet 350 Battalion Black Colour Launched At Rs 1 75 Lakh

Royal Enfield উৎসবের মরসুমে নতুন চমক নিয়ে হাজির হল। সংস্থাটি তাদের বিপুল জনপ্রিয় ভিন্টেজ মোটরসাইকেল Bullet 350 একটি আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করেছে। নয়া এই পেইন্ট স্কিমের নাম রাখা হয়েছে ব্যাটালিয়ান ব্ল্যাক (Battalion Black)।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Royal Enfield Bullet 350 Battalion Black কিনতে খরচ হবে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি মিলিটারি ব্ল্যাক এডিশনের থেকে ১,০০০ টাকা বেশি দামি। নতুন রং ছাড়া বুলেট ব্যাটালিয়ান ব্ল্যাকে অন্য কোনও পরিবর্তন নেই। ইঞ্জিন, হার্ডওয়্যার, ফিচার্স সমস্ত কিছু এক রয়েছে।

Bullet 350 আগের মতোই ৩৪৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে, যা ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। ডাবল ক্র্যাডেল ফ্রেমের উপর নির্মিত এই বাইক ১৯/১৮ ইঞ্চির স্পোক হুইলে ছোটে। ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন আছে। বেস মডেলে ডিস্ক-ড্রাম ব্রেক কম্বো এবং টপ মডেলের উভয় চাকায় ডিস্ক ব্রেক বর্তমান।

আরও পড়ুন : ইলেকট্রিক বাইকের বাজার কাঁপাবে Revolt AW1, 150 কিমি মাইলেজের সঙ্গে লঞ্চ হচ্ছে আগামীকাল

জানিয়ে রাখি, বিক্রির নিরিখে বুলেট ৩৫০ রয়্যাল এনফিল্ডের লভ্যাংশে বিশাল কিছু অবদান রাখে না। তবে হেরিটেজ তকমাপ্রাপ্ত হওয়ার কারণে আজও মোটরসাইকেলটিকে আপডেট করে চলেছে কোম্পানি। গত বছর বুলেটের নিউ জেনারেশন মডেল বাজারে এসেছে।

আরও পড়ুন : Xiaomi, Samsung, OnePlus-দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল সিসিআই

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন