Royal Enfield Bullet 350 কেনার পরিকল্পনা করছেন? দাম কোথায় সবথেকে কম জানেন

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ঐতিহ্যশালী মোটরসাইকেল বুলেট Bullet 350 সম্প্রতি নতুন সংস্করণে ভারতের বাজারে পা...
SUMAN 23 Sept 2023 9:07 AM IST

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ঐতিহ্যশালী মোটরসাইকেল বুলেট Bullet 350 সম্প্রতি নতুন সংস্করণে ভারতের বাজারে পা রেখেছে। সংস্থার নয়া জে সিরিজের 350cc ইঞ্জিনের চতুর্থ মডেল হিসাবে এসেছে এটি। বাইকটি Hunter 350 ও Classic 350-র মাঝে স্থান পেয়েছে। কেনা যাবে তিনটি ভ্যারিয়েন্টে। ইতিমধ্যেই নিউ জেনারেশন বুলেটের এক্স-শোরুম দাম তো আমরা জেনেছি। কিন্তু অন-রোড প্রাইস রাজ্য বিশেষে আলাদা। তাই এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে বুলেটের অন-রোড দামের তালিকা রইল।

মুম্বাই

বেস - 2,06,080
মিড - 2,33,089
টপ - 2,53,865

বেঙ্গালুরু :

বেস - 2,24,066
মিড - 2,53,398
টপ - 2,75,952

দিল্লি :

বেস - 1,98,680
মিড - 2,24,680
টপ - 2,44,680

পুণে :

বেস - 2,06,080
মিড - 2,33,089
টপ - 2,53,865

নভি মুম্বাই :

বেস - 2,06,080
মিড - 2,33,089
টপ - 2,53,865

হায়দ্রাবাদ :

বেস - 2,10,339
মিড - 2,37,997
টপ - 2,58,857

আমেদাবাদ :

বেস - 2,09,736
মিড - 2,35,916
টপ - 2,56,055

চেন্নাই :

বেস - 1,99,000
মিড - 2,25,000
টপ - 2,45,000

কলকাতা :

বেস - 2,02,514
মিড - 2,28,989
টপ - 2,49,353

চন্ডিগড় :

বেস - 1,97,996
মিড - 2,23,948
টপ - 2,43,911

দেখা যাচ্ছে, বুলেট 350 এর সবচেয়ে কম দাম চন্ডিগড়ে। এবং সবচেয়ে বেশি মূল্য বেঙ্গালুরুতে। এক্স শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে আসল খরচ আলাদা হয়। প্রসঙ্গত, হার্ডওয়্যার, এবং পেইন্ট অপশনের নিরিখে ভ্যারিয়েন্ট তিনটি একে অপরের থেকে ভিন্ন।

নতুন Royal Enfield Bullet 350-এ উপস্থিত একটি 349cc, সিঙ্গেল সিলিন্ডার, J-সিরিজ মোটর। যা থেকে সর্বোচ্চ 20.2 বিএইচপি শক্তি এবং 27 এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে সঙ্গত দিতে রয়েছে ফাইভ-স্পিড গিয়ারবক্স। ডিজাইনের প্রসঙ্গে বললে এতে উপস্থিত গোলাকৃতি হেডলাইট, চওড়া ফুয়েল ট্যাঙ্ক এবং স্প্লিট সিট সেটআপ। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার স্প্রিং সাসপেনশনে ছুটবে বাইকটি। বেস মডেলের সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক আছে। আবার দু’চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস অপশনও উপলব্ধ।

Show Full Article
Next Story