ঝড় উঠবে বাজারে! রয়্যাল এনফিল্ড ৬৫০ সিসির সবচেয়ে সস্তা মোটরসাইকেল আনছে

বুলেট রয়্যাল এনফিল্ডের সবচেয়ে ভিন্টেজ বাইক। ওল্ড স্কুল লুকের এই মোটরসাইকেলের প্রতি একটা আলাদাই টান ক্রেতাদের। বর্তমানে ৩৫০ সিসি ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয় এটি। তবে…

Royal Enfield Bullet 650 Twin Trademark Filed Official Launch Soon

বুলেট রয়্যাল এনফিল্ডের সবচেয়ে ভিন্টেজ বাইক। ওল্ড স্কুল লুকের এই মোটরসাইকেলের প্রতি একটা আলাদাই টান ক্রেতাদের। বর্তমানে ৩৫০ সিসি ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয় এটি। তবে বিগত কয়েক মাস ধরে বুলেটের ৬৫০ সিসি ভার্সনের উপর কাজ করছে রয়্যাল এনফিল্ড। সাম্প্রতিক সময়ে হায়ার সিসির বাইকের উপর জোর দিতে দেখা যাচ্ছে সংস্থাটিকে। নতুন মডেল হিসাবে এসেছে গোরিলা ৪৫০। এবার বুলেটের শক্তিশালী সংস্করণের নাম নথিভুক্ত করল তারা।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ টুইন

রয়্যাল এনফিল্ড একটি নাম ট্রেডমার্ক করেছে, আর সেটি হল বুলেট ৬৫০ টুইন। অর্থাৎ বুলেটের ৬৫০ সিসি ভার্সন এই নামেই লঞ্চ হবে বলে অনুমান করা যায়। রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ মডেলে বর্তমান বুলেট ৩৫০ বাইকের ডিজাইন ধরে রাখা হবে। কারণ ডিজাইন নিয়ে বেশি কাটাছেঁড়া পছন্দ করে না এনফিল্ড। তাছাড়া, এমনটিতেই বাইকটির এভারগ্রীন স্টাইলের জন্য পরিচিত।

বুলেট ৬৫০ টুইনের প্রোটোটাইপ মডেলের টেস্টিংয়ের ছবি বিগত ক’মাসে একাধিকবার সামনে এসেছে। এটি প্রোডাকশনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে আশা করা যায়। সুপার মিটিওর ৬৫০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০, ও শটগান ৬৫০-এর মতো এতেও ৬৪৯ সিসির এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন থাকবে। যা ৪৭ বিএইচপি ও ৫২ এনএম টর্ক উৎপাদন করবে। সঙ্গে থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স।

বুলেট ৬৫০ সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার স্প্রিং সাসপেনশন পাবে। ডুয়েল চ্যানেল এবিএস অপশনাল হিসাবে মিলবে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি হবে সাধারণ। এতে স্পিডোমিটার, ট্রিপমিটার, ফুয়েল লেভেল রিডআউট, ইত্যাদি দেখা যাবে। এটি রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা ৬৫০ সিসি বাইক হিসাবে লঞ্চ হবে। ২০২৫-এর মাঝামাঝি সময় বাজারে আসতে পারে।