তেল খরচ হু হু করে কমবে, Royal Enfield এবার চলবে ইথানলে! নিয়ে এল নতুন বাইক
Royal Enfield আজ ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪’-এর মঞ্চে তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত মোটরসাইকেল হাজির করেছে।...Royal Enfield আজ ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪’-এর মঞ্চে তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত মোটরসাইকেল হাজির করেছে। Classic 350-এর ফ্লেক্স ফুয়েল ভার্সন নিয়ে এসেছে কোম্পানি। এই রেট্রো বাইকটি পেট্রোলের সাথে ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারবে। যদিও পেট্রোলের সাথে কত শতাংশ ইথানলে ছুটতে সক্ষম এটি, তা জানায়নি কোম্পানি।
Royal Enfield Classic 350-এর ফ্লেক্স ফুয়েল মডেল হাজির
ভারত সরকার পেট্রলে ইথানল মিশ্রণে বর্তমান পরিমাণ ২০ শতাংশ থেকে ২০২৫ এর মধ্যে বাড়িয়ে ২৫ শতাংশ করার পরিকল্পনা করছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা, বর্তমানে প্রায় প্রতিটি পাম্পে ১০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে পাওয়া যায়। Classic 350-এর ফ্লেক্স ফুয়েল মডেলে রয়েল এনফিল্ড রেট্রো ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দু’পাশে অনন্য সবুজ এবং লাল রঙের সংমিশ্রণ নজরে পড়েছে। যা একে স্ট্যান্ডার্ড মডেলের চাইতে ভিন্নতা প্রদান করেছে।
মোটরসাইকেলটিতে উপস্থিত টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি হ্যালোজেন হেডলাইট, কেবলমাত্র চালকের জন্য সিট, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ওয়্যার স্পোক হুইল। Classic 350-এর ফ্লেক্স ফুয়েল ভার্সনেও ৩৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, J-সিরিজ ইঞ্জিন বর্তভান। এটি থেকে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়।
প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড তাদের Classic 350 ফ্লেক্স ফুয়েল মডেল লঞ্চের দিনক্ষণ ঘোষণা না করলেও অনুমান করা হচ্ছে, এটি ২০২৫-এ ভারতে আসতে পারে। বিভিন্ন সংস্থাকে ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল হাজির করতে দেখে অনুমান করা হচ্ছে পেট্রোলে ইথানলের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত সরকার।